• ২০১৭ প্রাথমিক টেটে প্রশ্ন ভুল? সিদ্ধান্ত নেবে বিশ্বভারতীর বিশেষজ্ঞ কমিটি
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ সালের টেটে প্রশ্ন সত্যিই ভুল ছিল কি না, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করল হাইকোর্ট। প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ২০১৭ সালের প্রাথমিক টেটে ২১টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি ছিল, প্রশ্ন ভুল থাকলে সবাইকেই ওই ২১টি প্রশ্নের প্রাপ্য নম্বর দিতে হবে। মামলাকারীদের সেই বক্তব্যের প্রেক্ষিতেই বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করেছেন। বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, টেটের প্রশ্নে ভুল ছিল কি না তা খতিয়ে দেখবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি। উপাচার্যকে ওই কমিটি গঠন করতে হবে। বিশেষজ্ঞ কমিটি টেটের প্রশ্ন ভুলের অভিযোগটি খতিয়ে দেখে তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগামী একমাসের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পর হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট দিতে হবে। পরবর্তী শুনানি জুনের প্রথম সপ্তাহে।প্রসঙ্গত, ২০১৭ সালের টেটে প্রশ্ন ভুলের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন রিয়া বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন চাকরি প্রার্থী। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ওই বছরের টেটের প্রশ্নপত্রে ২১টি প্রশ্নে ভুল ছিল। প্রশ্নে ভুল থাকলে সবাইকেই নম্বর দেওয়া হোক। প্রশ্ন ভুল নিয়ে এবার সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। 
  • Link to this news (বর্তমান)