রাহুল গান্ধী: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেরলের ওয়ানাড় লোকসভা আসন থেকে ফের নির্বাচনে লড়ছেন। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইয়ের অ্যানি রাজা এবং এনডিএ-র কে সুরেন্দ্রন।
শশী থারুর: কংগ্রেস সাংসদ শশী থারুর ফের কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসনের প্রার্থী। বিজেপি তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে রাজীব চন্দ্রশেখর এবং বামপন্থী পানিয়ান রবীন্দ্রনকে।
নবনীত রানা: নবনীত রানা মহারাষ্ট্রের অমরাবতী লোকসভা আসন থেকে প্রার্থী। তাঁর বিরুদ্ধে ওয়াংখেড়েকে মাঠে নামিয়েছে জোট।
ওম বিড়লা: লোকসভার স্পিকার ওম বিড়লা আবারও রাজস্থানের কোটা আসন থেকে বিজেপির প্রার্থী। তাঁর বিরুদ্ধে প্রহ্লাদ গুঞ্জালকে প্রার্থী করেছে কংগ্রেস।
মহেশ শর্মা: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর লোকসভা আসনে বিজেপির মহেশ শর্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির মহেন্দ্র সিং নগর এবং বিএসপি-র রাজেন্দ্র সিং সোলাঙ্কি।
হেমা মালিনী: কংগ্রেসের মুকেশ ধানগার মথুরা লোকসভা আসন থেকে অভিনেত্রী-বর্তমান সাংসদ তথা বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।