• Srijan Bhattacharyya | Bhangar: হুড খোলা গাড়ি নয়, টোটো নিয়ে ভাঙড়ে প্রচার বাম প্রার্থী সৃজনের
    ২৪ ঘন্টা | ২৫ এপ্রিল ২০২৪
  • প্রসেনজিৎ সর্দার: না কোনও দামি হুড খোলা গাড়ি নয়। এবার টোটো গাড়িকে হুড খোলা গাড়ি বানিয়ে ভাঙড়ে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।তিনি আজ বলেন, ‘সাংসদ হলে ভাঙরে ভালো হসপিটাল তৈরি করব’।

    তিনি আর বলেন নওশাদ সিদ্দিকীকে তিনি নিজে ফোন করেছিলেন। তিনি বলেন যে তৃণমূল বিজেপি-র লাভ হয়ে যাক এমনটা করা কারোরই উচিত হবে না। তাই আইএসএফ-সিপিএম একসঙ্গে লড়াই করুক এই আবেদন তিনি জানিয়েছেন এবং বিবেচনা করতে বলেছেন নওশাদ সিদ্দিককে ফোনে।ভাঙড় ২ নম্বর ব্লকের পোলের হাট এক এবং দুই নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে  গিয়ে ভোট প্রচার করেন সৃজন ভট্টাচার্য।নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোট প্রচারে ততোই জোর দিচ্ছে  শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল।যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা হল ভাঙড়। একসময় ভাঙড়কে বামেদের শক্ত ঘাঁটি বলা হতো। তাই ভাঙড় থেকে বেশি লিড পাবে দাবী বামেদের। তাই ভাঙরেই বেশি ভোট প্রচার করছেন সৃজন ভট্টাচার্য। এমনটাই যান গিয়েছে।এদিকে ভাঙড় সংখ্যালঘু এরিয়া। তাই সংখ্যালঘু ভোট পেতে ভাঙড়ে ঝাঁপিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এমনকি বিজেপি-ও।বর্তমানে এই এলাকার শক্ত ঘাঁটির মধ্যে আইএসএফ-এর কর্মী সমর্থক বেশি থাকলেও ভোট প্রচারে তেমন দেখা যাচ্ছে না আইএসএফ নেতৃত্বেদের। সেই দিকে দেখলে আইএসএফ-এর তুলনায় ভোট প্রচারে এগিয়ে সিপিআইএম।তাহলে কী আবার লড়াইটা সিপিআইএম ভার্সেস তৃণমূল কংগ্রেসের হতে  চলেছে? সেটাই এখন রাজনৈতিক মহলের প্রশ্ন। 
  • Link to this news (২৪ ঘন্টা)