• Bhutan Tourism: এবার পড়শি বিদেশ ভ্রমণ সস্তায়, বড় সিদ্ধান্ত ভুটান সরকারের
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • ভ্রমণপিপাসুদের জন্য সুখবর। ভুটান বেড়ানো এবার আরও সস্তা। পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ভুটানের পর্যটন বিভাগ। এবার থেকে ভুটান বেড়াতে গেলে পর্যটকদের বাধ্যতামূলক ভ্রমণ বিমার (Travel Insurance) আর প্রয়োজন হবে না। ভুটানের পর্যটন বিভাগের তরফে ঘোষণায় অন্তত তেমনটাই ইঙ্গিত মিলেছে। কোভিড-১৯ মহামারীর সময় অপ্রত্যাশিত জরুরী অবস্থা, বিশেষ করে মহামারী সম্পর্কিত চিকিৎসা ব্যয়ের জন্য কভারেজ প্রদানের জন্য ভুটানে পর্যটকদের জন্য বাধ্যতামূলক ভাবে চালু হয়েছিল ভ্রমণ বিমা। তবে বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। তাই এবার যাতে পর্যটকরা সহজেই ভুটান ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তাই বাধ্যতামূলক বিমার প্রয়োজনীয়তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোভিডকালে মুখ থুবড়ে পড়েছিল প্রতিটা দেশের পর্যটন ব্যবস্থা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার মাথা জাগিয়েছিল পর্যটন শিল্প। ঘরবন্দি থাকার পর মানুষ স্বাধীনতার স্বাদ পেতে পাড়ি দিচ্ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ভুটানের পর্যটন ব্যবস্থাও ধীরে ধীরে গতি পাচ্ছে। পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করতে, পর্যটকরা যাতে ঝামেলা-ঝক্কি ভুটান ভ্রমণ করতে পারে সেই কথা ভেবেই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে সে দেশের সরকার। তবে ভিসা প্রক্রিয়াকরণের জন্য ভ্রমণ বিমার বাধ্যতামূলক প্রয়োজনীয়তা প্রত্যাহার করা হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পর্যটকদের বিমা করে রাখার জন্য উৎসাহিত করছে ভুটান সরকার। তাঁরা যাতে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন, যে কোনও রকম জরুরি পরিস্থিতিতে বিমা করানো থাকলে তাঁরা যে সমস্ত রকম সুযোগ-সুবিধা পাবেন, সমস্য়ার সম্মুখীন হতে হবে না তা বোঝানের চেষ্টা করা হচ্ছে।

    বাধ্যতামূলক ভ্রমণ বীমা প্রয়োজনীয়তা অপসারণ করে, ভুটান ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তোলার চেষ্টা করছে। মূল উদ্দেশ্য হল আরও বেশি করে পর্যটকদের আকর্ষণ করা। পাশাপাশি ভুটান সরকারে প্রতিশ্রুতি পর্যটকরা নির্ঝঞ্ঝাট ভাবে ঘোরাফেরা করতে পারবেন। তাঁদের নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হবে না। এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন তাঁরা।

    ভারতের প্রতিবেশী দেশ ভুটান পর্যটকদের প্রিয় গন্তব্যস্থানগুলির মধ্যে একটি। ভুটানে যেতে ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না। এখানে আসার জন্য পাসপোর্ট বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র যথেষ্ট। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ভুটান আসলে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই দেশে যেতে হলে আপনাকে ট্যুরিস্ট পারমিট নিতে হবে। এই দেশের পারো, দোচুলা পাস, হা ভ্যালি, পুনাখা জং, তাকশাং লাখাং এর মত একাধিক চমৎকার জায়গা ঘুরে দেখার সুযোগ রয়েছে।

    ভ্রমণ বিমা কী?

    ভ্রমণ পিপাসুদের জন্য বেড়ানো অনেকটা নেশার মতো। ব্যস্ত জীবনে ফুরসৎ পেলেই কোথায় ঘুরে আসতে মন আকুলি-বিকুলি করে তাঁদের। হুটহাট দেশ-বিদেশে বেড়াতে যাওয়ার শখ থাকলে যে বিষয় নিয়ে ভাবনাচিন্তা করতেই হয়, তা হল ভ্রমণ বিমা। ভ্রমণ বিমা বলতে শুধু ভ্রমণের অংশটুকুকেই বোঝেন অনেকে। তবে এই বিমার অন্তর্ভুক্ত সুবিধার মধ্যে রয়েছে আরও অনেক কিছু। যেমন-বাড়তি স্বাস্থ্য বিমার সুবিধা। ভারতের যে কোনও স্বাস্থ্য বিমা শুধুমাত্র দেশের ভিতরে স্বাস্থ্য সুবিধা দেয়, তবে বাইরের দেশে গেলে অবশ্যই হাতে ভ্রমণবিমা থাকা উচিত। বেড়াতে গিয়ে উল্টে বাড়তি প্রচুর আর্থিক ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে ভ্রমণ বিমার জুড়ি নেই। এছাড়াও উড়ানের দেরি হলে বা বাতিল হলে সেই ক্ষতিপূরণ হিসাবে টাকা ফেরত পেতে এই বিমা খুবই সাহায্য করে। পাশাপাশি পর্যটকদের সঙ্গে থাকা জিনিসপত্রের তালিকায় ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদির মতো দামি সামগ্রীর থাকলে তার দাম হিসাব করে সেই মতো ভ্রমণ বিমা বেছে নেওয়া উচিত।
  • Link to this news (এই সময়)