• Lok Sabha Election 2024: 'গণ্ডা গণ্ডা বাচ্চা নিয়ে ভোট দিতে যান', মোদীকে নিশানা করে মুসলিম মহিলা ভোটারদের পরামর্শ ওয়াইসির
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • রাজস্থানের বাঁশওয়ারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে 'ঘৃণ্য ভাষণ' আখ্যা দিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। বাঁশোয়াড়ার জনসভায় মোদী বলেছিলেন, 'কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে সবার ধনসম্পত্তির হিসাব নেবে তারা। তারপরে সে সব কেড়ে নিয়ে তাদের মধ্যে বিতরণ করবে, যাদের অনেকগুলো করে বাচ্চা-কাচ্চা হয়। কাদের কথা বলছি আপনার বুঝে নিন।' তিনি বলেছিলেন, 'কংগ্রেস দল ক্ষমতায় এলে দেশের সম্পদ অনুপ্রবেশকারী ও যাদের বেশি সন্তান রয়েছে তাদের মধ্য়ে বিলিয়ে দেবে।' মোদীর এই বক্তব্যে মুসলিমদের সরাসরি আক্রমণ করে বিভাজনের রাজনীতির করছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এবার এনিয়ে সুর চড়ালেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ওয়াইসির মন্তব্য়ে আবার পালটা সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।মুসলিম মহিলাদের উদ্দেশ্যে ওয়াইসির পরামর্শ, 'সব সন্তানদের ভোট দিতে যান আপনারা।' পাশাপাশি মোদীকে নিশানা করে AIMIM প্রধান ওয়াইসি বলেন, 'আমরা যদি দেশের সম্পত্তির কথা বলি, তবে মোদী সরকার প্রথমেই যাতে তাঁর কোটিপতি বন্ধুরা সেই সম্পত্তির অধিকার কায়েম করতে পারে সেই ব্যবস্থা করে রেখেছে।

    বিহারের কিষাণগঞ্জে ওয়াইসি মুসলিম মহিলা ভোটারদের উদ্দেশ্য়ে বলেন, 'মোদী বলেছেন মুসলিমদের একাধিক সন্তান রয়েছে। তাই আপনারাও সন্তানদের নিয়ে ভোট দিতে যান। সব বাচ্চাদের সঙ্গে ভোট দিতে যান আপনারা। তারপর একটি ছবি তুলে পোস্ট করে বলুন আপনারা বাচ্চাদের সঙ্গে নিয়ে গিয়ে AIMIM-কে ভোট দিয়েছেন।' ওয়াইসির এই মন্তব্যের পালটা নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বলেন, 'ওয়াইসি মুসলিম মহিলাদের সন্তানদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যেতে নিদান দিয়েছেন। তিনি কি কাউকে ভয় দেখানোর এমন কথা বলছেন? কর্নাটকে কংগ্রেস ও তামিলনাড়ুর সরকার সংখ্যালঘুদের তুষ্টিকরণে শীর্ষে রয়েছে।'

    'গণ্ডা গণ্ডা বাচ্চা' প্রসঙ্গে মোদী সহ বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ওয়াইসি। এক নির্বাচনী জনসভায় আসাদুদ্দিন ওয়াইসকে বলতে শোনা যায়, 'আপনারা কি জানেন অটল বিহারী বাজপেয়ীর কতজন ভাইবোন ছিল? সাত জন। এরপরও বলবেন মুসলিমদেরই কেবলমাত্র বেশি সন্তান থাকে। অমিত শাহেরও সাত জন ভাইবোন ছিলেন। নরেন্দ্র মোদীরা ছয় ভাইবোন।' মুসলিমদের বারবার আক্রমণ করা প্রসঙ্গে মিম প্রধান আসাদুদ্দিনের ভাই আকবরুদ্দিন ওয়াইসি বলেন, 'আমরাই তাজমহল, কুতুব মিনার, লাল কেল্লা, জামা মসজিদ এবং চারমিনারের মতো স্থাপত্য গড়েছিলাম। এই দেশকে সাজিয়ে তুলেছিলাম আমরা। এই দেশ আমাদের, আমরা এই দেশেই থাকব।
  • Link to this news (এই সময়)