অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস। ধসের কবলে ভেসে গিয়েছে চীনের সীমান্তের সঙ্গে সংযোগকারী হাইওয়ে। এটিই একমাত্র পথ যা ডিবাং ভ্যালি সংলগ্ন জেলাকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। প্রাথমিক খবর অনুযায়ী, হুনলি এবং আনিনির মধ্যে রোয়িং আনিনি হাইওয়ে বরাবর রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
ঘটনার পর টুইট করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'হুনলি এবং আনিনির মধ্যে হাইওয়ের ব্য়াপক ক্ষয়ক্ষতির কারণে সমস্য়ার মুখোমুখি হয়েছেন সাধারণ মানুষ। এখবর পেয়ে চিন্তায় রয়েছি। উদ্ধারকাজ যথা সম্ভব তাড়াতাড়ি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে এই এলাকায়। একটানা বৃষ্টির জেরেই ধস নামে বৃহস্পতিবার। আর সেই বৃষ্টির জেরে পাহাড়ি ঝোরা নেমে এসে ভাসিয়ে নিয়ে গিয়েছে জাতীয় সড়কের বিশাল একটা অংশ। যার জেরে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একটি জেলার সঙ্গে। ডিবাং ভ্য়ালির বাসিন্দাদের উদ্দেশ্যে জারি করা একটি নোটিশে জেলা প্রশাসন জানিয়েছে রোয়িং আনিনি হাইওয়ে মেরামতিতে মোটামুটি দিন তিনেক সময় লাগবে।
দেখুন ভিডিয়ো
নোটিশে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, 'ডিবাং উপত্যকার সমস্ত বাসিন্দাকে জানানো হচ্ছে জেলায় অবিরাম বৃষ্টির কারণে, ২৪ এপ্রিল তারিখে আনিনি থেকে রোয়িং সংযোগকারী NH 313-এর একটি গুরুত্বপূর্ণ অংশ ভেসে গিয়েছে। এই রাস্তাটি মেরামতিতে কমপক্ষে তিন দিন সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত এবং বৃষ্টি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলে সতর্ক থাকুন।'
প্রসঙ্গত, ডিবাং হল চিন সীমান্তলাগোয়া অরুণাচলের একটি জেলা। ধসের খবর পাওয়ার পরই সেই রাস্তা মেরামতির কাজ শুরু করেছে দ্য ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)। স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের একাংশ ভেসে যাওয়ায় আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। প্রশাসন সূত্রে খবর, ডিবাং বিচ্ছিন্ন হয়ে পড়লেও সেখানে খাবার বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য বিশেষ সমস্যা সৃষ্টি হয়নি। তবে দ্রুত জাতীয় সড়ক মেরামত করে এনএইচআইডিসিএল পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এই জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। শুধু ডিবাংবাসিই নয়, এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনার জন্যও। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী তিন দিন বন্ধ থাকবে ওই সড়ক দিয়ে যাতায়াত।