Lok Sabha Election 2024: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মোদীর বিরুদ্ধে শুরু তদন্ত! ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন?
এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
নির্বাচন কমিশনের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে বাম-কংগ্রেস। অভিযোগগুলির মধ্য়ে অধিকাংশই ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর। রাজস্থানের নির্বাচনী জনসভায় ঘৃণাত্মক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কংগ্রেস ক্ষমতায় এলে সংখ্যালঘুদের মধ্যে দেশের সম্পত্তি বিলি করে দেওয়া হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে কমিশনে কংগ্রেস নালিশ জানিয়েছে।মুসলিমদের মধ্য়ে সম্পত্তি বণ্টন করবে কংগ্রেস
রবিবার এক প্রকাশ্য জনসভায় মোদী বলেছিলেন, 'কংগ্রেস ক্ষমতায় এলে মুসলিমদের মধ্যে সম্পত্তি বণ্টন করবে।' নিজের দাবির সপক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, 'মনমোহন সিংও এক সময় বলেছিলেন দেশের সম্পদের উপর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম অধিকার রয়েছে।' মোদীর এই বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, মোদীর এই বক্তব্য বিদ্বেষপূর্ণ। তাঁর বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার আর্জি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করছেন মোদী। অভিযোগ, নির্বাচনী সভাগুলিতে গিয়ে মোদী ধর্মের ভিত্তিতে মেরুকরণ করার চেষ্টা করছেন। কংগ্রেস নেতাদের দাবি দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে এই কাজ করতে পারেন না। সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ করছেন তিনি বলে অভিযোগ বিরোধীদের। বারংবার তাঁর মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলছেন। কংগ্রেস নেতা এবং বর্ষীয়ান আইনজীবী অভিষেক সিংভির কথায়, 'বিদ্বেষমূলক ভাষণের জন্য মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না তাই এখন দেখার।' কংগ্রেসের কটাক্ষ, মোদীকে দেখে হয়তো পিছিয়ে আসছে কমিশন। মোদী কি সকল প্রার্থীর ঊর্দ্ধে নাকি সমস্ত নিয়মকানুনের ঊর্দ্ধে? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমিশনের এই আচরণ গ্রহণযোগ্য নয়।'
রাজস্থানের বাঁশোয়ারায় করা 'সম্পদ পুনর্বণ্টন' মন্তব্যের জন্য মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ করেছিল কংগ্রেস। একই সময়ে, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ কমিশনকে অভিযোগগুলি বিবেচনা করার এবং মোদী এবং বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। সাম্প্রদায়িক অনুভূতি এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করারও দাবি করেছিলেন তিনি। কংগ্রেস আরও অভিযোগ করেছে মোদী-নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের আদমশুমারি পরিচালনা না করা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও মোদীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। কিন্তু নির্বাচন কমিশন সবক'টি অভিযোগ থেকেই মোদীকে মুক্তি দেয়। সেই একই ধারা যাতে এবার নির্বাচন কমিশন বজায় না রাখে তারই আবেদন জানিয়েছে কংগ্রেস।