• Ladakh Vote: ৫ ভোটারের জন্য পৃথক ভোটগ্রহণ কেন্দ্র! লাদাখে হাড়হিম ঠন্ডায় দুর্গম পাহাড় ভেঙেই বুথের পথে পোলিং অফিসাররা
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • গোটা দেশের মধ্যে লাদাখ এমন একটি কেন্দ্রশাসিত এঞ্চল যেখানে নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সাধারণত বরফে ঢাকা লাদাখে তাপমাত্রা মাইনাস থাকে। এবার ১ লাখ ৮২ হাজার ৫৭১ জন ভোটারের জন্য ৫৭৮টি ভোটকেন্দ্র তৈরি করা হবে। এর মধ্যে এমন একটি ভোটকেন্দ্র রয়েছে যেখানে ভোটার রয়েছেন মাত্র পাঁচজন। বরফে ঢাকা ওই দুর্গম এলাকায় তাঁবুতেই তৈরি করা হবে ভোটকেন্দ্র। ২০ মে লদাখে ৫ম দফার ভোট হবে।লাদাখে ভোটার সংখ্যা কত?লাদাখের মুখ্য নির্বাচনী আধিকারিক যতিন্দ্র এম মারালকর বলেছেন যে লেহ এবং কার্গিল এই কেন্দ্রশাসিত অঞ্চলের দুটি জেলা। একটি লোকসভা আসন আছে। এখানে ভোটার সংখ্যা ১,৮২,৫৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯১ হাজার ৭০৩ জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৮৬৮ জন। এদের ম্যে ১১১৮ জন প্রতিবন্ধী। ৭০৩০ জন ভোটার ১৮ থেকে ১৯ বছর বয়সী। ১৫৭০ জন ৮৫ বছরের উর্ধ্বে এবং ৩৬ জন ভোটারের বয়স ১০০ বছরের বেশি। কারাকোরাম রেঞ্জের সিয়াচেন হিমবাহ থেকে উত্তর-পশ্চিমে হিমালয় পর্যন্ত বিস্তৃত লাদাখের অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার পরিপ্রেক্ষিতে লোকসভা নির্বাচন পরিচালনার জন্য কিছু বিশেষ ব্যবস্থা রয়েছে।

    দুই পরিবারে ভোটার মাত্র ৫ জন-এখানে ৫৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে লেহ জেলার ওয়ারসি গ্রামে একটি অনন্য ভোট কেন্দ্র তৈরি করা হবে। সম্পূর্ণ বরফে ঘেরা এই এলাকায় মাত্র দুটি পরিবারের বসবাস। দুই পরিবারে পাঁচজন করে ভোটার আছে। এই পাঁচ ভোটারের ভোট সংগ্রহ করতে কমিশন বরফের চূড়া ও দুর্গম রাস্তা দিয়ে গ্রামে পৌঁছে যাবে। তাঁবুর ভিতরে তৈরি করা হবে ভোটকেন্দ্র। গরম রাখার জন্য থাকবে হিটারের ব্যবস্থা। ভোটারদের জন্য খাবার এবং পানীয়ের ব্যবস্থাও করা হবে। ৫৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩ টি শহরে এবং ৫৪৫টি গ্রামীণ এলাকায়। সমস্ত এলাকা প্রচন্ড ঠান্ডা। তাই এখানে ভোটারদের বাড়ি থেকে বের করে আনাও কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে কমিশন।

    লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট কেন্দ্র রয়েছে, যেখানে ভোটগ্রহণকারী দল এবং নিরাপত্তা কর্মীদের পরিবহণের জন্য হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। পাঁচজন ভোটারের জন্যও চপার ব্যবহার করা হবে। অনেক রাস্তা বরফে ঢাকা। এই রাজ্যের একটি ভাল বিষয় হল এখানে একটিও ভোটকেন্দ্র নেই যা সংবেদনশীল বা অতি সংবেদনশীলের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এলাকার আবহাওয়া এবং ভৌগলিক অবস্থা অনুযায়ী ২৬৬টি ভোটকেন্দ্র সংকটজনক। রাজ্যে ভোটারের সংখ্যা ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় বেড়েছে। তবে তাদের মধ্যে পুরুষ ভোটার কমেছে ২১০ জন এবং মহিলা ভোটার বেড়েছে ১১ হাজার ১৩৭ জন।
  • Link to this news (এই সময়)