• Srijan Bhattacharya: ‘যাদবপুরে লাল সুনামি আছড়ে পড়বেই’, কোন অঙ্কে বিরাট সম্ভাবনা দেখছেন প্রত্যয়ী সৃজন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ এপ্রিল ২০২৪
  • Srijan Bhattacharya-CPIM:

    রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন আগামিকাল, শুক্রবার। প্রথম দফার নির্বাচন হয়েছে গত ১৯ এপ্রিল। একেবারে শেষ দফায় ১ জুন নির্বাচন হবে যাদবপুর (Jadavpu

    লোকসভা কেন্দ্রে। ১৯৮৪-তে এই কেন্দ্রে বর্ষীয়ান সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে (Somnath Chatterjee) পরাজিত করে হইচই বাধিয়ে দিয়েছিলেন প্রথমবার প্রার্থী হওয়া কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এই কেন্দ্রে সিপিএমের বাজি SFI-এর প্রাক্তন রাজ্য সম্পাদক ও সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। হেঁটে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন বামেদের এই তরুণ নেতা। কী কী কারণে এবার যাদবপুরে জয়ের ‘স্বপ্ন’ দেখছে CPIM? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেটাই জানালেন সৃজন। ISF-এর প্রার্থী দেওয়া নিয়েও মুখ খুলেছেন বামেদের এই তরুণ তুর্কি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)