• Leopard Attack On Cricketer: আচকমাই ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, বিশ্বকাপারকে করা হল এয়ারলিফ্ট, তারপর...!
    ২৪ ঘন্টা | ২৫ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিরোনামে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বকাপার গাই হুইটাল (Guy Whittall)। একেবারেই কোনও ক্রিকেটীয় কারণে খবরে আসেননি ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওডিআই খেলা অলরাউন্ডার। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পারিবারিক ব্য়বসায় হুইটাল। জিম্বাবোয়ের বাফেলো রেঞ্জে রয়েছে তাঁর নিজস্ব অরণ্য় অঞ্চল। সেখানে তিনি সাফারি করান। নিজের কাজের জায়গাতেই আচমকা তাঁর জীবনে নেমে আসে বিপত্তি। চলতি সপ্তাহের শুরুতেই চিতাবাঘের আক্রমণে মারাত্মকভাবে আহত হয়েছেন ৫১ বছরের ক্রিকেটার। হুইটালকে বাঁচাতে এগিয়ে যায় তাঁর পোষা কুকুর চিকারা। কুকরটিও চিতাবাঘের আক্রমণে আহত হয়েছে। হুইটালকে সঙ্গে সঙ্গে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয় হারারেতে। দ্রুত অস্ত্রোপচারের পরেই এই যাত্রায় তিনি সাক্ষাৎ মৃত্য়ুর মুখ থেকে ফিরে এসেছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে হুইটালের।হুইটালের স্ত্রী হানা স্টুকস ফেসবুকে পুরো ঘটনার বর্ণনা করেছেন। সেখানে তিনি দু'টি ছবি জুড়ে দিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে যে, হুইটাল হাসি মুখে থাম্বস আপ দেখিয়ে ছবি তুলিয়েছেন। তাঁর মাথায় ব্য়ান্ডেজ বাঁধা। নাক-চোখ কিছুটা ফুলে রয়েছে। অন্য় একটি ছবিতে দেখা যাচ্ছে যে, হুইটাল রয়েছেন জঙ্গলে। রক্তে ভেসে যাচ্ছে তাঁর জামা। হাতে বাঁধা ব্য়ান্ডেজ। কয়েকজন বনকর্মী এসে তাঁকে শুশ্রূষা করছেন। তবে আপাতত হুইটালের অবস্থা স্থিতিশীল। হুইটাল কিন্তু তিনটি বিশ্বকাপ খেলেছেন। তারমধ্য়ে ১৯৯৯ বিশ্বকাপে তিনি দলের সঙ্গে সুপার সিক্সে উঠেছিলেন। ২০১৩ সালে হুইটাল খবরে এসেছিলেন কুমীরের জন্য়। তাঁর লজের বিছানার নীচে ৮ ফুট লম্বা কুমির পাওয়া গিয়েছিল।

     
  • Link to this news (২৪ ঘন্টা)