• Prashant Kishor: লোকসভা নির্বাচনে বাংলায় কেমন ফল করবে বিজেপি-তৃণমূল? মুখ খুললেন প্রশান্ত কিশোর
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • রাজনীতির পালস বোঝেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড় দাবি করেছেন তিনি। চলতি লোকসভা নির্বাচনে বাংলা থেকে কেমন ফল করতে পারে তৃণমূল-বিজেপি তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেন, দক্ষিণ ও পূর্ব ভারতে বিজেপি চমকে দেওয়ার মতো ফলাফল করবে। এমনকী বাংলাতেও বিজেপি এক নম্বর দল হবে বলে দাবি করেছিলেন প্রশান্ত কিশোর। এছাড়া পূর্ব ভারতের ওড়িশাতেও বিজেপির ফল গতবারের তুলনায় ভালো হবে বলে দাবি করেছিলেন পিকে।

    এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পিকে দাবি করেন, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বিজেপির প্রাপ্ত ভোটের হার দ্বিতীয় সংখ্য়ায় পৌঁছবে। তবে বিজেপি কত আসন পেতে পারে তা নিয়ে কোনও পূর্বাভাস করেননি পিকে। অন্যদিকে তেলেঙ্গনায় বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে থাকতে পারে বলে দাবি করেন পিকে।

    উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্য়ে ১৮টিতে জিতেছিল বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২০টি আসনে। অর্থাৎ আসনের নিরিখে তৃণমূল-বিজেপির জয় ছিল চুলচেরা। ভোট শতাংশের হিসেবে বিজেপি পেয়েছিল ৪০ শতাংশ ভোট। তৃণমূলের থেকে প্রায় ৩ শতাংশ ভোট কম পেয়েছিল তারা। পিকের মতে, গতবারের থেকে বিজেপির ভোট কমতে তো না বইকি বাড়বে। পিকের মতে, অনায়াসেই বিজেপি গতবারের জয়ী আসনের সংখ্য়া ছাপিয়ে যাবে।

    উল্লেখ্য, পিকের হাত ধরেই ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে ঠেকানো গিয়েছিল। সেবার পিকে পূর্বাভাস দিয়েছিলেন, বিধানসভা ভোটের ফলাফলে ডবল ডিজিটিতে আটকে যাবে গেরুয়া শিবিরের। বাস্তবেও অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল তাঁর কথা। সেই বাংলাতেই নাকি এবার বিজেপি এক নম্বর দল হিসেবে উঠে আসবে লোকসভা নির্বাচনে, এমনটাই দাবি করেছেন পিকে। এই প্রসঙ্গে পিকে বলেন, 'অনেকেই হয়তো শুনে অবাক হবেন, বাংলায় এক নম্বর দল হতে পারে বিজেপি।' তাঁর মতে, বিজেপি ২০১৯ সালের থেকে ভালো ফল করবে বাংলায়।

    উল্লেখ্য, প্রশান্ত কিশোরের এহেন চিন্তা-ভাবনা প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এক বৈদ্যুতিন চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সেই সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা। বলেন, 'ওঁর নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, বিজেপিকে সমর্থন করছে।' মুখ্য়মন্ত্রীর মতে, এটা সম্পূর্ণ পিকের নিজস্ব মতামত।
  • Link to this news (এই সময়)