• Fact Check: বেঙ্গালুরুতে প্রিয়াঙ্কার প্রচার-ব্যানারে উলটো তেরঙ্গা? ফ্যাক্ট চেকে জানুন সত্যিটা
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর ছবি ও নামাঙ্কিত একটি নির্বাচনী পোস্টার। যেখানে দেখা যাচ্ছে ভারতের তিরঙ্গা উলটানো ছবি। অর্থার গেরুয়া রং উপরে নয়, উপরে রয়েছে সবুজ রং, নীচে রয়েছে গেরুয়া। সোশ্যাল মিডিয়ায় ২৭ সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করে দাবি করা হয়ে দক্ষিণ ভারতের কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সমাবেশে জন্য লাগানো একটি ব্যানারে এমনই চিত্র দেখা গিয়েছে। ভাইরাল পোস্টটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। আদৌ কি এইরকম ব্য়ানার দেখা গিয়েছে? বা লোকসভা ভোটের প্রচারে এই ধরনের কোনও ব্য়ানার তৈরি করেছে কংগ্রেস? ফ্য়াক্ট চেকের মাধ্যমে উঠে এল সত্য়িটা।কন্নড় ভিডিয়োতে নেপথ্য কণ্ঠের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, 'প্রিয়াঙ্কা গান্ধীর ব্যানারে তাঁর পায়ের কাছে একটি উলটানো তেরঙা পতাকা দেখা যাচ্ছে। এটি কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে নাকি এটি স্রেফ বোকামি? কী ভাবে আমরা আশা করতে পারি এই ধরনের নেতারা দেশ চালাবে, যাঁরা তেরঙ্গার অর্থ বোঝেন না।' এক্স হ্য়ান্ডেলে এক ব্যবহারকারী লিখেছেন, 'কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার সমাবেশের আগে বেঙ্গালুরুতে যে পোস্টারগুলি পড়েছে সেখানে ভারতীয় পতাকার উলটো প্রতিকৃতি স্পষ্ট। উপরে সবুজ রং।' পোস্টটি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর হু হু করে ভাইরাল হয়। ৮২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন পোস্টটি। একাধিক ব্যবহারকারী বিষয়টিকে সত্যি ভেবে শেয়ার করেছেন একাধিকবার।

    ভিডিয়োটি ২৩ এপ্রিল ২০২৪-এ বেঙ্গালুরুতে প্রিয়াঙ্কার গান্ধী সমাবেশের ঠিক এক দিন আগে শেয়ার করা হয়েছিল। এদিকে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে দেশজুড়ে।

    অনুসন্ধান

    ফ্যাক্ট চেকে দেখা যায় ভিডিয়োটি আসলে পুরনো। এটি বেঙ্গালুরুর নয়, মধ্য় প্রদেশের। বেঙ্গালুরুতে প্রিয়াঙ্কা গান্ধীর সাম্প্রতিক সমাবেশের সাথে সম্পর্কিত।

    অনুসন্ধানে দেখা গিয়েছে, ভিডিয়োটিত আসলে ২০২৩ সালের ১২ জুনের। ২০২৩ সালের ১২ জুন মধ্যপ্রদেশের শ্রম বিভাগের মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের ফেসবুকে ভিডিয়োটি পোস্ট করেছিলেন। হিন্দিতে লেখা হয়েছিল পোস্টটির ক্য়াপশন। যার বাংলার তর্জমা করলে দাঁড়ায়, 'ভারতের জাতীয় কংগ্রেস-মধ্য প্রদেশে নির্বাচনী প্রচার শুরু করল উল্টো তেরঙ্গা দিয়ে?' মধ্যপ্রদেশে নির্বাচন হয়েছিল ২০২৩ সালের নভেম্বর। ভিডিয়োতে এক ব্যক্তিকে 'গোয়ারিঘাট রোড' বলতেও শোনা যায়। এর থেকেই স্পষ্ট ভিডিয়োটি বেঙ্গালুরুর নয়, মধ্য় প্রদেশে জবলপুরের গোয়ারিঘাট রোডের সংলগ্ন এলাকার।

    অনুসন্ধানে Google Maps-এ "ELISA" নামে একটি বিল্ডিং খুঁজে পাওয়া যায়। ভাইরাল ভিডিয়োর ৬ সেকেন্ডের মাথায় এই জায়গাটি চোখে পড়ে। ভাইরাল ক্লিলপির ১৫ সেকেন্ডে কটি লাল সাইনবোর্ড সহ একটি ভবন দেখা যায়। গুগলে ওই দোকানটির অনুসন্ধান চালালে দেখা যায়, এটি জবলপুরের গোয়ারিঘাট রোডে 'ওম মেনস ওয়্যার (হিন্দিতে লেখা)' নামে একটি দোকান।

    এছাড়াও আসল ভিডিয়োটিতে পরিষ্কার ভাবে রাস্তা ঘাটের গাড়ি-ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে। অন্যদিকে ভাইরাল ভিডিয়োটির ব্র্যাকগ্রাউন্ড কণ্ঠস্বর কন্নড় ভাষার। এর থেকে প্রমাণ হয় পিছনের শব্দ পরে আলাদা ভাবে সম্পাদনা করে বসানো হয়েছে।

    ২০২৩ সালের ১২ জুন মধ্যপ্রদেশের একটি স্থানীয় মিডিয়া আউটলেট, নাই দুনিয়া এই সংক্রান্ত একটি খবরও প্রকাশ করেছিল। সেই খবরে ভাইরাল ক্লিপটিতে দেখা যাওয়া ব্যানারটির একটি স্ক্রিনশট দেখা গিয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কংগ্রেসের হোর্ডিংগুলিতে তেরঙ্গার অবমাননার দাবিতে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে FIR দায়ের করেছে।

    সিদ্ধান্ত

    বর্তমানে বেঙ্গালুরুতে কংগ্রেস তেরঙ্গার অবমাননা করেছে যে দাবি করা হচ্ছে তা আদতে ভুয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োটি আসলে পুরনো। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুতে কংগ্রেসের সমাবেশের আগে এরকম কোনও ব্য়ানার দেওয়া হয়নি। এটি পুরনো ভিডিয়ো, মধ্য় প্রদেশের বিধানসভা নির্বাচনের সময়কালের। তাই বর্তমানে যে দাবিতে ভিডিয়োটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভাবে ভুয়ো।

    (This News Article Was Originally Published By Logically Facts. After that it was Edited And Translated By Ei Samay Digital.)
  • Link to this news (এই সময়)