• Lok Sabha Election: অমেঠিতে প্রার্থী রাহুলই? মনোনয়নের আগে বোন প্রিয়াঙ্কার সঙ্গে অযোধ্যায় রামলালা দর্শনের সম্ভাবনা
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনে কনৌজ আসনে লড়বেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর স্ত্রী ডিম্পল বর্তমান সংসদ এলাকা মৈনপুরীতে আগেই প্রার্থী হয়েছেন। তারকা রাজনীতিকদের মধ্যে অখিলেশ ও ডিম্পলই স্বামী-স্ত্রী জুটি যাঁরা লড়ছেন এবারের লোকসভা নির্বাচনে।অমেঠি নিয়ে চাপ বাড়ল রাহুলের

    রাজনৈতিক মহল মনে করছে, অখিলেশ লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ায় অমেঠি নিয়ে চাপ বাড়ল রাহুল গান্ধীর উপর। রাহুল এখনও বিজেপির চ্যালেঞ্জ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কংগ্রেস এখনও অমেঠির প্রার্থীও ঘোষণা করেনি। ফলে রাহুল প্রার্থী হচ্ছেন কী হচ্ছেন না এখনও স্পষ্ট নয়। উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির ভালো বোঝাপড়া হয়েছে। কংগ্রেসের একাংশের মতে, প্রাক্তন দলীয় সভাপতি অমেঠিতে প্রার্থী হলে উত্তর প্রদেশে রাহুল-অখিলেশ জুটির লড়াই উৎসাহিত করবে নিচুতলার কর্মীদের ।

    সূত্রের দাবি, রাহুল গান্ধী ১ মে অমেঠি থেকে মনোনয়ন জমা দিতে পারেন। দলের পক্ষ থেকে তাঁর নাম অনুমোদন করা হয়েছে। এক সময় অমেঠিকে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলা হত। তবে ২০১৯ সালে চিত্রটা বদলে যায়। ১৯৬৭ সাল থেকে সাধারণ নির্বাচনে কংগ্রেস এই আসনে ১৩ বার ও বিজেপি দুইবার জয়ী হয়েছে। ২০০৪, ২০০৯ , ২০১৪ সালে রাহুল গান্ধী এই আসন থেকে একটানা জিতে সংসদে পৌঁছন। তবে গত লোকসভা নির্বাচন তথা ২০১৯ সালে স্মৃতি ইরানির কাছে পরাজিত হতে হয় তাঁকে।

    রায়বরেলি থেকে প্রার্থী হবে প্রিয়াঙ্কা?

    অন্যদিকে, রায়বরেলি লোকসভা আসনে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করবে কি না তা নিয়ে এখনও মুখে কুলুপ দলের। এই বিষয়ে দলের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর, ২৭ এপ্রিল কংগ্রেস অমেঠি ও রায়বরেলি আসনের প্রার্থী ঘোষণা করতে পারে। ২০১৯ সালে কেরালার ওয়েনাড় ও উত্তর প্রদেশে অমেঠি দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শুধুমাত্র কেরালার ওয়েনাড় থেকে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন রাহুল। অমেঠি হাতছাড়া হয় তাঁর। এবারও ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ের সামিল হয়েছেন রাহুল।

    উত্তর প্রদেশে কংগ্রেস-সমাজবাদী পার্টির আসন সমঝোতা হয়েছে। কংগ্রেস পেয়েছে ১৭টি আসন। যার মধ্য়ে ১৫টি আসনে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। অমেঠি ও রায়বেরেলি আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। রাজ্য কংগ্রেসের মিডিয়া ইনচার্জ ডঃ সিপি রাই জানিয়েছেন, রাজ্য কংগ্রেসের তরফে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাহুল বা প্রিয়াঙ্কার মধ্য়ে যে কোনও একজনকে প্রার্থী করার সুপারিশ করা হয়েছে। ২৭ এপ্রিল এই দুই আসনে নাম ঘোষণা করতে পারে কংগ্রেস।

    দুই আসনে প্রার্থী ঘোষণার আগে রামলালার দর্শন?

    দ্বিতীয় দফার ভোট মিটতেই অমেঠি ও রায়বেরেলিতে সভা করার কথা রাহুল ও প্রিয়াঙ্কার। সূত্রের খবর, ওই সভার আগেই অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করবেন তাঁরা। যদি কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ভাবে এনিয়ে কিছু জানানো হয়নি। কংগ্রেস সূত্রের খবর, সবটাই এখন পরিকল্পনার স্তরে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গান্ধী পরিবারই নেবে। উল্লেখ্য, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান 'বিজেপি অনুষ্ঠানের' তকমা দিয়েছিল কংগ্রেস। তবে উত্তর ভারতে ভোট শুরুর আগে সেই রামলালার শরণই তাঁদের নিতে হয় কি না তাই এখন দেখার।

    ১৯৮০ সালে লোকসভা আসনে জয়ী কংগ্রেসের সঞ্জয় গান্ধী। এরপর এই আসনে ১৯৮৪, ১৯৮৯ ও ১৯৯১ সালে জিতেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ১৯৯৯ সালে অমেঠি আসনে লড়ে জয় ছিনিয়ে আনে সোনিয়া গান্ধী। এরপর ২০০৪, ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে টানা সাংসদ নির্বাচিত হল। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সোনিয়া। এই আবহে প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনী মাঠে নামাতে পারে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি, এমনটাই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে।
  • Link to this news (এই সময়)