• রাত পোহালেই ৩ কেন্দ্রে ভোট, কোন কেন্দ্রে কারা প্রার্থী? ভোটের ইস্যু কী? জানুন
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • রাত পোহালেই দেশে দ্বিতীয় দফার নির্বাচন। সারা দেশের পাশাপাশি ভোটগ্রহণ হবে এই রাজ্যেও। দ্বিতীয় দফায় বাংলার মোট ৩ কেন্দ্রে হতে চলেছে নির্বাচন। ভোটগ্রহণ হবে দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। উত্তরবঙ্গের এই কেন্দ্রের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। দ্বিতীয় দফার নির্বাচনে এই ৩ কেন্দ্রে লড়ছেন মোট ৪৭ জন প্রার্থী। তার মধ্যে একটা বড় অংশের প্রার্থীর নির্দল হিসেবে লড়ছেন। তবে দ্বিতীয় দফায় মোট ৪৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হলেও এই দফায় মূলত কাদের দিকে নজর থাকছে, তা একবার দেখে নেওয়া যাক।কেন্দ্রপ্রার্থীদলদার্জিলিংরাজু বিস্তাবিজেপিগোপাল লামাতৃণমূল কংগ্রেসমুণীশ তামাংকংগ্রেসবালুরঘাটসুকান্ত মজুমদারবিজেপিবিপ্লব মিত্রতৃণমূল কংগ্রেসজয়দেবকুমার সিদ্ধান্তআরএসপিরায়গঞ্জকার্তিকচন্দ্র পালবিজেপিকল্যাণী কৃষ্ণতৃণমূল কংগ্রেসআলি ইমরান রামজ (ভিক্টর)কংগ্রেসএর মধ্যেও বিশেষভাবে রাজনৈতিকমহলের নজরে থাকছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজে প্রার্থী তথা রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ফের একবার তাঁকেই ওই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে আবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তাকেও ফের একবার টিকিট দিয়েছে গেরুয়া খুব স্বাভাবিকভাবেই, তাঁর দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কল্যণী কৃষ্ণকে নিয়েও রয়েছে যথেষ্টই চর্চা। গত বিধাবসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে বিধায়ক হলেও, পরে যোগ দেন তৃণমূলে। ফের সেই কল্যাণী কৃষ্ণকেই প্রার্থীপদ দেয় তৃণমূল।

    Sukanta Majumdar : বিজেপি রাজ্য সভাপতি সুকান্তর ট্যাঁকের জোর কত জানেন?

    ভোটেরে প্রচারে একদিকে তৃণমূলের তরফে যেমন রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলির কথা তুলে ধরা হয়েছে, তেমনই বিজেপির তরফেও প্রচারে ইস্যু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলি। পাশাপাশি দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক এই ৩ কেন্দ্রে এবারের ভোটের ইস্যুগুলি

    কেন্দ্রইস্যুদার্জিলিংপাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও ১১টি জনজাতিকে স্বীকৃতির দাবিবালুরঘাটদক্ষিণ ভারতগামী ট্রেন, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও কপন এলাকা.য় জলকষ্টের সমাধানরায়গঞ্জএইমস গড়ে তোলা, বারসই-রায়গঞ্জ সড়ক যোগাযোগ, দক্ষিণ ভারতগামী ট্রেন, যানজট কাটাতে মাস্টার প্ল্যান ও পরিযায়ী শ্রমিকের সমাধানগতবারের লোকসভা নির্বাচনে এই ৩টি কেন্দ্রই গিয়েছিল বিজেপির দখলে। একনজরে দেখে নেওয়া যাক গতবারের ভোটের ফলাফল -দার্জিলিং লোকসভা কেন্দ্রের জয়ী হন রাজু বিস্তা, ভোট পেয়েছিলেন ৭ লাখ ৫০ হাজার ৬৭বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হন সুকান্ত মজুমদার, ভোট পেয়েছিলেন ৫ লাখ ৩৯ হাজার ৩১৭রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন দেবশ্রীী চৌধুরী, ভোট পেয়েছিলেন ৫ লাখ ১১ হাজার ৬৫২

    এবারের নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেই কারণে ইতিমধ্যেই তৎপর কমিশন। কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে এই ৩ লোকসভা কেন্দ্র। সেক্ষেত্রে দার্জিলিং-এ এবার মোট ভোট কেন্দ্র ১৯৯৯ । তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৮। নিরাপতত্তার দায়িত্বে থাকছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাটে মোট ভোট কেন্দ্র ১৫৬৯। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০৮ । নিরাপত্তার দায়িত্বে থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে রায়গঞ্জে এবার মোট ভোট কেন্দ্র ১৭৩০। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪১৮। ওই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
  • Link to this news (এই সময়)