• 'মেদিনীপুরের যিনি সাংসদ ছিলেন তাঁকে সরিয়ে দিতে হল কেন?' দিলীপকে নিয়ে প্রশ্ন মমতার
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৪
  • ৪০ ডিগ্রি গরমে নাজেহাল সাধারণ মানুষ। কিন্তু, লোকসভা নির্বাচনে কোনওভাবেই রাজনৈতিক পারদ কমছেই না। এবার মেদিনীপুরের দাঁতন থেকে নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তাঁকে নির্বাচনে দাঁড় করাল না BJP? তা নিয়েও প্রশ্ন তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি নাম না করে আক্রমণ করেন গেরুয়া শিবিরের প্রার্থী অগ্নিমিত্রা পলকে।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুন মালিয়া আমাদের প্রার্থী। তিনি মেদিনীপুর বিধানসভায় পড়ে থেকে কাজ করেছে। তিনি টেলিস্টার, তাঁর মধ্যে নেই কোনও অহংকার। আপনাদের মেদিনীপুরের যিনি সাংসদ ছিলেন তাঁকে সরিয়ে দিতে হল কেন? কেন সরিয়ে দিলেন? কেন তাঁকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না মানুষ গ্রহণ করছেন না করছেন না?’

    উল্লেখ্য, মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে এবার তাঁকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী করেছে BJP। দিলীপ ঘোষের জায়গায় অগ্নিমিত্রা পলকে মেদিনীপুরের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই নিয়ে কটাক্ষ শোনা গেল তৃণমূল সুপ্রিমোর কণ্ঠে।

    অন্যদিকে, বৃহস্পতিবার সরাসরি RSS-কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘RSS-কে আমি ত্যাগী ভাবতাম। ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল। আজ ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গিয়েছে যে ত্যাগটা ছেড়ে দিয়েছে। তাই বিজেপি এত অসভ্যতা করছে।’

    কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনকে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘তালিকা প্রকাশ করে বলুন কোন কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী দিয়েছেন? সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী কেন বাংলায় দিয়েছেন? বাংলাটাকে দখল করবেন বলে?’ এদিন নাম না করে অগ্নিমিত্রা পলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যিনি দাঁড়িয়েছেন তিনি সেজে গুজে ঘুরে বেড়াবেন। কাজ করবেন না। জুন মাটির মেয়ে। ও কাজটা করবে।’

    পাশাপাশি শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল নিয়ে এদিন উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। তাঁদের পরিবার রয়েছে। সেক্ষেত্রে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? আবার বলছেন বেতন ফেরত দিতে হবে সুদ সমেত। তা কি সম্ভব?’ অর্থাৎ যাঁরা চাকরিচ্যুত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন একাধিক বিষয়কে সামনে রেখে BJP-কে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)