• Trinamool Congress : ‘যা বলেছেন একদম ঠিক’, কাঞ্চন ইস্যুতে কল্যাণের পাশেই দল
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • গ্রামের মহিলা ‘রিয়্যাক্ট’ করছেন, যে কারণে দলীয় প্রচারে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেন শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই বিস্তর জলঘোলা হয়। তবে গোটা পর্বে, শ্রীরামপুরের প্রার্থীর পাশেই দাঁড়াল দল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, সেটা ‘ঠিক করেছেন’ বলে জানানো হল তৃণমূল কংগ্রেসের তরফে।একদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় তিনি কাকে তাঁর গাড়িতে প্রচারে নেবেন, সেটা তাঁর নিজস্ব অধিকার বলে দাবি তৃণমূলের। বিষয়টি নিয়ে একটি সাংবাদিক বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যু বসু বলেন ‘উনি আমাদের প্রার্থী। উনি তাঁর গাড়িতে কাকে রাখবেন ইটা সম্পূর্ণ তাঁর নিজস্ব অধিকার। সেখানে তাঁর নিজস্ব কিছু যদি বিবেচনা থাকে, সেখানে তাঁর বিবেচনাকেই সমর্থন করা উচিত।’

    অন্যদিকে, জনপ্রতিনিধি হিসেবে পেশা জগতের বাইরে গিয়ে সামাজিক দিক থেকে তাঁর কিছু আচরণ গ্রাহ্য নাও হতে পারে বলে জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি, নিজের প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন কাঞ্চন মল্লিক। তাঁর সঙ্গে নানা ছবি-ভিডিয়ো শেয়ার হয় সমাজমাধ্যমে। যা নিয়ে নানা প্রতিক্রিয়া দেওয়া হয় নেট মাধ্যমেও।

    বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা এবং একজন বিধায়ক। কিন্তু যেহেতু তিনি জনগণের দরবারে আছেন, ফলে তিনি ব্যক্তিগত কোথায় কী করছেন তাঁর ব্যাপার। সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে যেসব বিষয় তিনি সামনে আনেন, সেই বিষয়ে অনেক বেশি সতর্ক হাওয়া উচিত।’ কুণাল আরও বলেন, ‘যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সেহেতু সবটাই তাঁর ব্যক্তিগত, সবটাই শিল্পী, এটা হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, একদম সঠিক কথা বলেছেন।’

    বৃহস্পতিবার সকালে কোন্ননগরে প্রচারে যাচ্ছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর হুডখোলা গাড়িতে এসে হাজির হন কাঞ্চন মল্লিক। তিনি গাড়িতে উঠতেই তাঁকে গাড়ি থেকে নেমে যেতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে কল্যাণ জানান, ওনাকে দেখলে গ্রামের মহিলারা ভীষণ রিএক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম, গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গেই কেন প্রচারে থাকছে? ব্যক্তিবিশেষের সুখ বা আনন্দের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না বলেও জানা কল্যাণ। পালটা কাঞ্চন অবশ্য জানিয়েছেন, দল যা নির্দেশ দেবে তিনি সেটাই পালন করবেন।
  • Link to this news (এই সময়)