২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে দেশজুড়ে। সকলের একটাই প্রশ্ন দ্বিতীয় দফার ভোটের দিনে কেমন থাকবে আবহাওয়া? তীব্র দহনেই কি বুথমুখী হতে হবে নাকি খানিক স্বস্তি মেলার সম্ভাবনা? এই আবহে নির্বাচন কমিশনের তরফে ২৬ এপ্রিল, শুক্রবার কেমন থাকবে আবহাওয় সে সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, DG IMD-পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিন সেভাবে দেশের কোনও অঞ্চলেই তীব্র ভাবে তাপপ্রবাহের পূর্বাভাস নেই। যে ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে দ্বিতীয় দফায় ভোট হবে সেখানে মোটের উপর স্বাভাবিকই থাকবে আবহাওয়া।
দিন কয়েক ধরেই তীব্র দহনে পুড়ছে কয়েকটি রাজ্যে। দিনের বেলা হলকায় নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি লোকসভা নির্বাচনের দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে পর্যালোচনা করতে একাধিক এজেন্সির সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নির্বাচনের দিন তাপপ্রবাহ বইলে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে রাখতে চাইছে কমিশন। তার জন্য তড়িঘড়ি এই বৈঠক।
Weather Update
বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয়েছে
ECI, IMD, NDMA ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কয়েকজন নির্বাচিত আধিকারিকদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হবে। প্রতি দফার নির্বাচনের পাঁচ দিন আগে থেকে তাপপ্রবাহ এবং আর্দ্রতার প্রভাব পর্যালোচনা করবে এই টাস্ক ফোর্স। যদি প্রয়োজনের ভিত্তিতে কোনও প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয় তবে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করা হবে।ভোটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কমিশন MoHFW-কে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের খাতিরে রাজ্যগুলির জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করতে বলেছে। তাপপ্রবাহের সতর্কতা থাকলে যাতে আগে থেকে রাজ্যগুলি ব্যবস্থা গ্রহণ করে নির্দেশিকায় উল্লেখ করা থাকবে।প্রতি দফার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলাদা ভাবে কথা বলা হবে। নির্বাচন চলাকালীন যাতে প্রত্যেকটি বুথে ছাউনি, পানীয় জল, পাখা, অন্য়ান্য় প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা থাকে তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হবে।জনসাধারণের মধ্য়েও ছড়িয়ে দেওয়া হবে সচেতনতার বার্তা। আবহাওয়ার বিষয়টি পর্যালোচনার পর বুথে ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের কী কী করণীয় ও কী কী করণীয় নয় তা মনে করানো হবে। তাপপ্রবাহ বা লু বইলেও যাতে তাঁরা সুস্থ ভাবে ভোট দিতে পারেন বা তা নিশ্চিত করতে সচেতনার পাঠ দেওয়ার ব্যবস্থা করবে কমিশন।