• West Bengal Lok Sabha Election 2024: লড়াই এবার ত্রিমুখী! রায়গঞ্জে ভোট যুদ্ধে 'দলবদলু'রা....
    ২৪ ঘন্টা | ২৬ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভোটের ময়দানে কেউ তৃণমূল, কেউ বিজেপি, তো কেউ আবার কংগ্রেস প্রার্থী। কিন্তু আসলে তিনজনেই দলবদলু। লোকসভা নির্বাচনে রায়গঞ্জে এবার লড়াই ত্রিমুখী! হাড্ডাহাড্ডিও বটে, অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

    রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফা। এবার ভোট হবে রায়গঞ্জে। সঙ্গে বালুরঘাট ও দার্জিলিংয়েও। দীর্ঘদিন রায়গঞ্জের সাংসদ ছিলেন বর্ষীষান কংগ্রেস নেতা, প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। গতবার রায়গঞ্জ গিয়েছিল বিজেপির দখলে। সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জে এবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্য়াণী। একুশে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জিতেছিলেন তিনি। এরপর বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূল। বিধানসভার PAC-এর চেয়ারম্যানও হন মুকুল রায়ের পর। খাসফুল শিবির সূত্রে খবর, দলের যোগ দেওয়ার পর রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে বিধানসভা বিজেপিতে ভাঙন ধরিয়েছেন কৃষ্ণ কল্য়াণী। জেলার এই দুটি বিধানসভাতেই পিছিয়ে ছিল তৃণমূল।এদিকে ২০১৫ সালে কালিয়াগঞ্জ পুরসভা ভোটে কংগ্রেস প্রার্থী কার্তিকচন্দ্র পাল। কিন্তু কিছুদিনের মধ্যে বেশিরভাগ কাউন্সিলরকেই নিয়ে তৃণমূল যোগ দেন তিনি। পুরসভাও তৃণমূল দখলে চলে যায়। সেই কার্তিক এখন বিজেপিতে। রায়গঞ্জে তাঁকেই প্রার্থী করেছে গেরুয়াশিবির।রায়গঞ্জে ত্রিমুখী লড়াইয়ে শামিল বাম-কংগ্রেস জোটও। তাদের প্রার্থী আলি ইমরান রমজ (ভিক্টর)। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত উত্তর দিনাজপুরেরই ঢাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক ছিলেন ভিক্টর। একুশে হেরে গিয়ে যোগ দেন কংগ্রেসে।
  • Link to this news (২৪ ঘন্টা)