Lok Sabha Election Live: দ্বিতীয় দফার ভোট শুরু হতে কিছু সময়ের অপেক্ষা! 'পরীক্ষায়' একাধিক হেভিওয়েট
এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। তারপরেই শুরু হয়ে যাবে অষ্টাদশ লোকসভার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। দেশের কুর্সিতে এবার রাজ করবে কে? তৃতীয় মেয়াদেও কি জয়ের হ্যাট্রিক করবে মোদী সরকার নাকি লোককল্যাণ মার্গের ঠিকানায় এবার নয়া মুখ? দেড় মাসের লড়াই শেষে মিলবে উত্তর। ১৯ এপ্রিল, শুক্রবার থেকে ভোট শুরু হয়ে গিয়েছে দেশে। ঠিক এক সপ্তাহ পর ২৬ এপ্রিল, শুক্রবার ফের দ্বিতীয় দফায় নির্বাচন। এবার নির্বাচন হবে সাত দফায়। ১ জুন রয়েছে শেষ দফা অর্থাৎ সপ্তম দফায় ভোটগ্রহণ। ৪ জুন ফল ঘোষণা। সেদিনই জানা যাবে দেশের কুর্সিতে রাজ করতে চলেছে কে। লোকসভা ভোটের প্রতি মুহূর্তের আপডেট জানতে নজর রাখুন এই সময় ডিজিটালে।দ্বিতীয় দফায় নির্বাচন ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৮৮টি আসনে ভোট।দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ছত্তিশগড়, কর্নাটক, কেরালা, অসম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীর।দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ এক ঝাঁক তারকা প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একাধিক সদস্যের ভাগ্য পরীক্ষা শুক্রবার দ্বিতীয় দফার ভোটে।দ্বিতীয় দফার নির্বাচনে বাংলার তিনটি আসনে ভোটগ্রহণ রয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট - এই তিন আসনে ভোট। ভোট ঘিরে সাজো সাজো রব তিন আসনেই।দ্বিতীয় দফার ভোটে রাহুল গান্ধী লড়ছেন তাঁর পুরনো জেতা আসন কেরালার ওয়েনাড় থেকে। রাহুলের বিপরীতে প্রধান মুখ বাম জোট এলডিএফের সিপিআই প্রার্থী অ্যানি রাজা। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনও।কেরালার তিরুবনন্তপুরম থেকে কংগ্রেসের বাজি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। আলাপুঝা থেকে লড়ছেন AICC-র সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। CPM-এর উল্লেখযোগ্য প্রার্থী দুই প্রাক্তন মন্ত্রী কেকে শৈলজা ও টমাস আইজ্য়াক।দ্বিতীয় দফার নির্বাচনী লড়াইয়ের রয়েছেন বিজেপির রাজীব চন্দ্রশেখর (তিরুঅনন্তপুরম) ভি মুরলীধরন (অত্তিনগল) , গজেন্দ্র সিংহ শেখাওয়াত (রাজস্থানের যোধপুর), বিদায়ী লোকসভার স্পিকার ওম বিড়লা (রাজস্থানের কোটা), প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ছেলে বৈভব (জালোর)। অন্যদিকে মরুরাজ্যে কংগ্রেসের বাজি সিপি জোশী।দ্বিতীয় দফার ভোটে ভাগ্য পরীক্ষা দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্নাটকের এইচডি কুমারস্বামী (মান্ড্য-JDS) এবং ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল (রাজনন্দগাঁও-কংগ্রেস), হেমা মালিনী (মথুরা-বিজেপি), অরুণ গোভিল (মিরাট-বিজেপি), তেজস্বী সূর্য (বিজেপি- বেঙ্গালুরু দক্ষিণ)।