Live : আজ বাংলার ৩ কেন্দ্রে ভোট, একগুচ্ছ হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ
এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
আজ দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ বাংলার ৩ কেন্দ্রেও। আজ নির্বাচন উত্তরবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্র, বালুরঘাট লোকসভা কেন্দ্র ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। গত লোকসভা নির্বাচনে এই ৩টি আসই বিজেপির দখলে ছিল। দ্বিতীয় দফার নির্বাচনে উত্তরের এই ৩ কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হতে চলেছে মোট ৪৭ জন প্রার্থীর। তাঁদের মধ্যে বেশ কয়েকজন নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।দ্বিতীয় দফার নির্বাচনের আগে ময়নায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। পানের বরোজের মধ্যে থেকে উদ্ধার দেহটি।
একটু পরেই শুরু হচ্ছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। প্রতিটি বুথে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলি।
দ্বিতীয় দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে উত্তরবঙ্গের এই ৩ লোকসভা কেন্দ্র। সেক্ষেত্রে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার মোট ভোট কেন্দ্র ১৯৯৯ । সেগুলির মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪০৮। নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র ১৫৬৯। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৩০৮ । নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। সেখানে এবার মোট ভোট কেন্দ্র ১৭৩০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৪১৮। রায়গঞ্জে নিরাপত্তার দায়িত্বে থাকছে ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।