• ৪১ ডিগ্রি ছোঁবে কলকাতার তাপমাত্রা! কেন উধাও কালবৈশাখী?
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। আপাতত স্বস্তির সম্ভাবনা অত্যন্ত কম। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিলই। এবার উত্তরবঙ্গেও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে যাতে না যায় সাধারণ মানুষ।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    শহর কলকাতাতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুকনো গরম ও অস্বস্তি চরমে, তা আরও বাড়বে, পূর্বাভাস এমনটাই। চলবে তাপপ্রবাহও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপটও বাড়বে। সপ্তাহান্তে গরম আরও বাড়বে, এমনটাই আশঙ্কা আবহবিদদের।

    শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ এবং সর্বনিম্ন ২৪ শতাংশ।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    সপ্তাহান্তে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই পাঁচ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। একাধিক জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

    এদিকে গোটা এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে মেলেনি কালবৈশাখীর দেখা। আবহবিদদের একাংশের কথায়, এর নেপথ্যে অন্যতম কারণ পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়া। এর সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও সম্পর্কযুক্ত বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়, আবহবিদদের একাংশের কথায়, মে মাসেও ঠিক কবে ঝড়-বৃষ্টি হতে পারে তা এখন থেকে বলা সম্ভব নয়।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, জানা যাচ্ছে এমনটাই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও তিন জেলায়। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। নীচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। এদিন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে নির্বাচন। এই তিনটি কেন্দ্রের হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা এদিন। কিন্তু, আবহাওয়া দ্বিতীয় দফা ভোটের দিনও স্বস্তি দেওয়ার মুডে নেই।
  • Link to this news (এই সময়)