• Lok Sabha Election 2024 : ভোট দিলেই রেস্তোরাঁর বিলে ছাড়, ফ্রি-তে চেকআপও!
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • নয়ডা: সকাল সকাল ভোট দিয়ে দুপুরে বা রাতে রেস্তোরাঁয় দেদার ভূরিভোজ। আর সেই এলাহি খাওয়া-দাওয়া শেষে আঙুলের ভোটের কালিটা দেখালেই যদি রেস্তোরাঁর বিলে ২০ শতাংশ ছাড় পাওয়া যায়, তবে কেমন হয় বলুন তো? অথবা ধরুন বহুদিন ধরে প্রাইমারি টেস্টগুলো করিয়ে নেবেন ভাবছেন, হয়ে উঠছে না।হাসপাতালে গিয়ে শুধু আঙুলে ভোটের কালি দেখিয়ে যদি ফ্রি-তে ফুল বডি চেকআপের সুযোগ পান? স্বপ্ন নয়, ব্যাপারটা কিন্তু সত্যি! এমন সুযোগই পাচ্ছেন গৌতম বুদ্ধ নগরের ভোটাররা! আজ, ২৬ এপ্রিল সেখানে ভোটগ্রহণ। ২০২৪ লোকসভা নির্বাচনে মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এমনই ‘গিফ্ট’ দিচ্ছে নয়ডা এবং গ্রেটার নয়ডার রেস্তোরাঁ এবং হাসপাতালগুলো।

    নয়ডা এবং গ্রেটার নয়ডা, দু’টোই গৌতম বুদ্ধ নগর নির্বাচনী কেন্দ্রের অন্তর্ভুক্ত। এই নির্বাচনী কেন্দ্রে ভোটার সংখ্যা অন্তত ২৬ লক্ষ। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য বলছে ২০১৯ সালে এখানে ভোটদানের হার ছিল ৬০.৪৭ শতাংশ, আর ২০১৪ সালে ৬০.৩৮ শতাংশ। দু’টি ক্ষেত্রেই ভোটদানের হার জাতীয় গড় (যথাক্রমে ৬৭.৪০ শতাংশ এবং ৬৬ শতাংশ)-এর চেয়ে কম।

    আর তাই গৌতম বুদ্ধ নগরের মানুষকে ভোটদানে উৎসাহিত করতেই রেস্তোরাঁ ও হাসপাতালগুলোর এই অভিনব পরিকল্পনা। ‘ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ (এনআরএআই)-এর ২৪টি রেস্তোরাঁ আছে নয়ডা এবং গ্রেটার নয়ডায়। ২৬ এবং ২৭ এপ্রিল সেখানে মিলবে ‘Democracy Discount’ অর্থাৎ ‘গণতন্ত্রের ছাড়’।

    এনআরএআইয়ের উত্তরপ্রদেশ শাখার প্রধান বরুণ খেরার বক্তব্য, ‘মানুষকে ভোটকেন্দ্রমুখী করতেই এই পরিকল্পনা।’ ‘ইমপারফেক্টো’ রেস্তোরাঁর মালিক নরেশ মদনের কথায়, ‘কাস্টমাররা এসে আঙুলের ভোটের কালি দেখালেই বিলে ২০ শতাংশ ছাড় পাবেন। আমরা কোনও আইডি প্রুফও চাইছি না। শুধু ভোটের কালিই যথেষ্ট প্রমাণ!’ অফার মিলছে অভিনেত্রী তথা বিজনেসওম্যান সানি লিওনের ‘চিকা লোকা’ রেস্তোরাঁতেও।

    সেটির ডিরেক্টর তথা প্রতিষ্ঠাতা সাহিল বাওয়েজার কথায়, ‘রেস্তোরাঁ এক অর্থে একটা সোশ্যাল হাব, সেখানে অনেক মতাদর্শের সংমিশ্রণ ঘটে। আমাদের দেশ এখন বিশ্বমঞ্চের নজরে। সেখানে দেশবাসীকে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা আমাদের দায়িত্ব।’

    নয়ডা সেক্টরের ‘ফেলিক্স হাসপাতাল’ ফুল বডি চেকআপে ১০০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। তাঁদের উদ্যোগের ট্যাগলাইন, ‘Vote for Healthy India’। ফেলিক্স হাসপাতালের সিইও ডক্টর ডি কে গুপ্তার বক্তব্য, ‘যে কেউ আমাদের হাসপাতালে এসে আঙুলের ভোটের কালি দেখিয়ে ৬,৫০০ টাকার ফুল বডি চেকআপ বিনামূল্যে করাতে পারেন। ২৬-৩০ এপ্রিল পর্যন্ত মিলবে এই অফার।’
  • Link to this news (এই সময়)