• Lok Sabha Election 2024: ভোটকেন্দ্রে মোবাইল, জলের বোতল, ছাতা নিয়ে যেতে পারবেন? জানুন নিয়ম
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • শুক্রবার ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ৮৮টি আসনে ভোট রয়েছে। দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছে দেশে। সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে বুথমুখী ভোটাররা। তবে গরম কমার কোনও লক্ষণ নেই। মাথার উপর চড়া রোদ, তারই মধ্যে বুথের পথে। ভোট দিতে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম?ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যায়?

    মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনও গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই ভোট দিতে গেলে মোবাইল বাড়িতে বা অন্য কোনও নিরাপদ জায়গায় রেখে যাওয়া শ্রেয়। গ্যাজেটসহ ধরা পড়লে আপনার বিরুদ্ধে মামলা করা যেতে পারে।

    ভোট কেন্দ্রে কি ছাতা ও জলের বোতল নিয়ে যাওয়া যায়?

    ছাতা ও জলের বোতল নিয়ে যেতে ভোটকেন্দ্রে কোনও বাধা নেই। তবে কোনও ধরনের অস্ত্র নিয়ে বুথে প্রবেশ নিষিদ্ধ।

    ভোটার কার্ড হারিয়ে ফেললে কী করবেন?

    ভোট দিতে হলে ভোটার কার্ডে নাম থাকা আবশ্যক। ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অন্য কোনও বৈধ আইডি কার্ড দেখিয়ে ভোট দিতে পারেন।

    কোন কোন বিকল্প আইডি ব্য়বহার করা যায়?

    ভোট দিতে বিকল্প আইডি কার্ড ব্যবহার করতে পারেন। এর মধ্য়ে রয়েছে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, সার্ভিস আইডেন্টিটি কার্ড, ফটো সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এনপিআরের অধীনে আরজিআই দ্বারা জারি করা স্মার্ট কার্ড, পেনশন নথি, তাদের সরকারী কার্ড এমপি, এমএলএ বা এমএলসি, মনরেগা জব কার্ড ইত্যাদি।

    যদি কারও নামে আগেই ভোট পড়ে যায় সেক্ষেত্রে কী করণীয়?

    ভোটকেন্দ্রে পৌঁছে কেউ যদি দেখেন তাঁর ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে তবে তা চ্য়ালেঞ্জের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আপনি যদি বুথে ভোট দিতে গিয়ে জানতে আপনার নামে আগেই ভোট পড়ে গিয়েছে তবে বিষয়টি নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ জানাতে পারেন। প্রিসাইডিং অফিসার আপনার কাছ থেকে ২ টাকা ফি নেবেন এবং আপনাকে একটি ফর্ম পূরণ করতে বলবেন। এর ভিত্তিতে আপনি আপনার চ্যালেঞ্জ ভোট দিতে সক্ষম হবেন।

    আপনার বয়স ১৮ বছর হলে আপনি কি ভোট দেওয়ার যোগ্য?

    আপনার বয়স ১৮ বছর হলে আপনি ভোট দেওয়ার অধিকারী। ভোটের তালিকায় আপনার নাম থাকতে হবে। ভোটার তালিকায় নাম না থাকলে ভোট দিতে পারবেন না। কোনও কারণে ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়লেও আপনি ভোট দান থেকে বঞ্চিত হবেন।
  • Link to this news (এই সময়)