Lok Sabha Election Phase 2 : তরুণ ও মহিলা ভোটারদের বিশেষ বার্তা, বাংলা সহ ৭ ভাষায় কী লিখেলেন মোদী?
এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
শুরু হল দেশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রথম দফার ঠিক এক সপ্তাহ বাদে ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল সকাল সকলকে রেকর্ড হারে ভোটদান করার জন্য বিশেষ বার্তা নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নমো। কিন্তু, শুধুমাত্র হিন্দি বা ইংরেজি নয়, সাতটি ভাষায় বার্তা দিলেন তিনি। ঝরঝরে বাংলাতেও রয়েছে বিশেষ আবেদন।যে সকল রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেখানকার আঞ্চলিক ভাষায় সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার আর্জি জানাতেই এই বিশেষ চমক নমোর। অসমিয়া, কন্নড়, মালয়ালম, মারাঠি, বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় রয়েছে তাঁর পোস্ট। ঠিক কী লিখেছেন মোদী?
ঝরঝরে বাংলায় নমোর পোস্টঝরঝরে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ যে সব আসনে ভোট হচ্ছে, সেখানকার প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষ করে আমাদের তরপণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কণ্ঠস্বর।'
এই একই বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন বাকি ছয় আঞ্চলিক ভাষাতেও।
দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েটের পরীক্ষাদ্বিতীয় দফায় নির্বাচন ১৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৮৮টি আসনে ভোট। ভোট রয়েছে ছত্তিশগড়, কর্নাটক, কেরালা, অসম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীরে। এই দফায় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ এক ঝাঁক তারকা প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একাধিক সদস্যের ভাগ্য পরীক্ষা শুক্রবার। রাহুল গান্ধী লড়ছেন তাঁর পুরনো জেতা আসন কেরালার ওয়েনাড় থেকে। রাহুলের বিপরীতে প্রধান মুখ বাম জোট এলডিএফের সিপিআই প্রার্থী অ্যানি রাজা। প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনও। কেরালার তিরুবনন্তপুরম থেকে কংগ্রেসের বাজি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। আলাপ্পুঝা থেকে লড়ছেন AICC-র সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। CPM-এর উল্লেখযোগ্য প্রার্থী দুই প্রাক্তন মন্ত্রী কেকে শৈলজা ও টমাস আইজ্য়াক।
ভাগ্য পরীক্ষা দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্নাটকের এইচডি কুমারস্বামী (মান্ড্য-JDS) এবং ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলেরও (রাজনন্দগাঁও-কংগ্রেস)। হেমা মালিনী (মথুরা-বিজেপি), অরুণ গোভিল (মিরাট-বিজেপি), তেজস্বী সূর্য (বিজেপি- বেঙ্গালুরু দক্ষিণ) এই দফার হেভিওয়েট প্রার্থী। বাংলার তিনটি আসনে ভোটগ্রহণ রয়েছে। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন বঙ্গ BJP-র সভাপতি সুকান্ত মজুমদার।