• Mathura Lok Sabha Constituency : মথুরায় হেমা এখনও 'বহিরাগত'?
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, মথুরা

    'প্রবাসী ইয়া ব্রজবাসী- আপ লোগ কিস কে পক্ষ মে?' মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির চকে দাঁড়িয়ে বিজেপির প্রভাবশালী নেতানেত্রীদের সামনে প্রশ্নটা করেই মনে হলো, হয়তো বাড়াবাড়ি হয়ে গিয়েছে! নামপ্রকাশে অনিচ্ছুক গেরুয়া শিবিরের এক প্রভাবশালী নেতার সাফ স্বীকারোক্তি, 'যেখানেই প্রচারে যাচ্ছি, সবাই ছেঁকে ধরেছে৷ প্রশ্ন, আমাদের দলের সাংসদ কোথায় ছিলেন গত পাঁচ বছর? উত্তর দিতে পারিনি৷ এই পরিস্থিতি দিল্লির নেতাদের জানানো হয়েছে অনেক আগে৷ তারপরেও সেই হেমা মালিনীকেই প্রার্থী করা হলো!'এই ক্ষোভেরই প্রতিফলন দেখা গেল মথুরার প্রভাবশালী বিজেপির প্রাক্তন নেতা ভানুপ্রতাপ সিংয়ের গলায়- 'হেমা মালিনীর জন্যও রাতদিন পরিশ্রম করেছি৷ পরিস্থিতি পাল্টাতে শুরু করল ২০১৯-এর পর থেকে৷ হেমা মালিনীকে বছরে মাত্র দু'তিন বারই দেখতে পেলেন মথুরার মানুষ৷ এর পরেও যখন এবার ওঁকেই প্রার্থী করা হলো, তখন দলত্যাগ না করে উপায় ছিল না৷'

    ভানুপ্রতাপের সংযোজন, 'আমি চ্যালেঞ্জ করছি৷ উনি যদি মথুরার একডজন গ্রামের নাম বলতে পারেন, আমি নিজের প্রার্থিপদ প্রত্যাহার করে নেব৷' আর এই সুযোগেরই ফায়দা তুলতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বহুজন সমাজ পার্টির প্রার্থী সুরেশ সিং৷ তাল ঠুকছেন কংগ্রেসের প্রার্থী মুকেশ ধাঙ্গারও৷

    মথুরা শহরের আনাচে কানাচে চোখে পড়ছে হোর্ডিং, 'নেহি চাহিয়ে প্রবাসী, আব কি বার ব্রিজবাসী!' মুকেশকে পাওয়া গেল মথুরা স্টেশনের কাছে৷ বললেন, 'যমুনা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমাজি দশ বছর আগে৷ বলেছিলেন এখানে বিলাসবহুল ক্রুজ় চলবে৷ সব উধাও৷ মথুরায় আচ্ছে দিন এলই না৷'

    এই পরিস্থিতিতে কি তাহলে মন্দিরনগরী ব্রিজভূমে একেবারেই কোণঠাসা হেমা মালিনী? যমুনার ধারে বিশ্রাম ঘাটে বসে প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক শ্যামলাল গুপ্তার দাবি, 'হেমাজি অঙ্ক কষে এগিয়েছেন৷ এই আসনের ভোটদাতাদের মধ্যে রাজপুত চার লক্ষ, ব্রাহ্মণ তিন লক্ষ, সংখ্যালঘু দেড় লক্ষ, অন্যান্য শ্রেণির ভোটার প্রায় সওয়া লাখ৷ এঁদের প্রভাবিত করার জন্য হেমাজি নিজের নির্বাচনী প্রচারে বারবার মোদী গ্যারান্টির কথাই বলেছেন৷ ওঁর হয়ে প্রচার করে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ তিনিও মোদী সরকারের উন্নয়নের ইতিহাস তুলে ধরেছেন৷ মোদী গ্যারান্টিই হেমাজিকে ভোটে জেতাতে পারে৷' এই আবহে আজ, শুক্রবার মথুরার ভোটগ্রহণ পর্বে আমজনতা কি রায় দেন, সে দিকেই চোখ থাকবে সবার৷
  • Link to this news (এই সময়)