• Lok Sabha Election 2024 : ভোট চাইতে এসেছেন স্বয়ং ‘রাম’! ঘোর লেগেছে মিরাটে
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, মিরাট

    দিল্লি থেকে দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার৷ ক্রিকেট ব্যাট, বল তৈরির জন্য বিখ্যাত মিরাটের ২২ গজের রিংটোন এখন একটাই— ‘জয় শ্রী রাম!’ আর এটা সেট করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। সেই আবহেই আজ ভোট মিরাটে।দেশের প্রায় সর্বত্রই রাম-নামকে অন্যতম বড় হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি। তা সত্ত্বেও মিরাট দেশের বাকি কেন্দ্রগুলির থেকে আলাদা। কারণ এখানে স্বয়ং ‘প্রভু রাম’ ভোট চাইতে আসছেন ‘ভক্ত’দের কাছে। একদা আসমুদ্রহিমাচল কাঁপিয়ে দেওয়া টিভি সিরিয়াল ‘রামায়ণ’-এর ‘রাম’ অরুণ গোভিলকে এখানে প্রার্থী করার পরিকল্পনা একক ভাবেই মোদীর।

    ২০০৯, ’১৪, ’১৯— জয়ের হ্যাটট্রিক করা রাজেন্দ্র আগরওয়ালের জায়গায় এ বার তিনি প্রার্থী করে দিয়েছেন অরুণ গোভিলকে! ২০১৪ এবং ’১৯-এর পরে এবারেও মিরাট থেকে প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী৷ ৬৬ বছর বয়সি ভূমিপুত্র অরুণ গোভিলের নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পরে সমাজবাদী পার্টি দু’বার নিজেদের প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে৷ একই পরিস্থিতি বসপা শিবিরে৷

    প্রায় সাড়ে পাঁচ লক্ষ সংখ্যালঘু মুসলিম ভোটারের কেন্দ্র মিরাটে আসাদউদ্দিন ওয়াইসির দল ‘মিম’-এর কর্মী আফজল খানকেও বলতে হচ্ছে, ‘এখানে আমাদের দলের সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে৷ সব দিকে এত রাম-কাহিনী, রাম-মাহাত্ম্য! আমাদের প্রচারের জায়গা খুবই সঙ্কুচিত হয়ে গিয়েছে৷’

    আর অরুণ গোভিল কী বলছেন? রোড-শোয়ে তাঁকে প্রশ্ন করা গেল — ‘কেমন লাগছে এই স্টারডম?’ জবাব এল সঙ্গে সঙ্গে— ‘এই স্টারডম আমার নয়, এটা প্রধানমন্ত্রী মোদীর প্রতিনিধির৷’ পাল্টা প্রশ্ন, ‘এখানে তো আপনিই শ্রী রামচন্দ্রের প্রতিভূ...’ কিছুটা ডিফেন্সিভ বিজেপি প্রার্থী—‘মিরাট আমার জন্মভূমি, আজ র্মভূমি৷ এটা আমার ঘর ওয়াপসি৷ গোটা দেশের মতো এখানকার মানুষও ভগবান শ্রীরামের সুশাসনের মাহাত্ম্য আজও মনে রেখেছেন৷ তাঁরা মনে করছেন প্রধানমন্ত্রী মোদীজির কার্যকালের সুশাসন রামায়ণের সেই সুদিনকেই ফিরিয়ে এনেছে৷ সবাই আমাকে অকাতরে ভালোবাসছেন, মোদীজির প্রতিনিধি হিসেবে আমি এই ভালোবাসা মাথা পেতে নিচ্ছি৷ কথা দিচ্ছি ভোটে জিতলে এর দেবো৷’

    জিজ্ঞেস করা গেল, ‘রাম নাম না মোদী গ্যারান্টি, কোনটা বেশি প্রভাব ফেলছে?’ হেসে অরুণের জবাব, ‘রামনামের সঙ্গেই তো মোদী গ্যারান্টি! দুটোর তফাত্‍ কোথায়? একে অন্যের সঙ্গী, প্রতিদ্বন্দ্বী নয়।’ এগিয়ে যায় রোড-শো।
  • Link to this news (এই সময়)