• KMC : সানগ্লাস-ছাতা-ও আরএস মাস্ট, ফিল্ড কর্মীদের বার্তা পুরসভার
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • এই সময়: সানগ্লাস পরে, ছাতা নিয়ে তবেই এলাকায় এলাকায় ঘুরবেন কলকাতা পুরসভার ফিল্ড কর্মীরা। পুর-স্বাস্থ্য বিভাগ এই নির্দেশিকা জারি করেছে। গরম না-কমা পর্যন্ত ফিল্ড ওয়ার্কারদের এই নির্দেশ মেনে চলতে হবে। দুপুরের রোদ এড়াতে সকাল-সকাল কাজ শুরু করে বেলা ১২টার মধ্যে কাজ সেরে ফেলতেও বলা হয়েছে তাঁদের। পুরসভার স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের কথায়, হিটস্ট্রোকের হাত থেকে বাঁচতে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদ এড়িয়ে চলাই উচিত সবার।অথচ ওই সময়েই মশার লার্ভা মারা, টিকা দেওয়া, বেআইনি নির্মাণ চিহ্নিত করা, নিকাশির পথ কোথায় আটকে আছে--তা দেখার মতো কাজে পুরসভার বড় অংশের কর্মীকে ফিল্ড ওয়ার্কে রাস্তায় বেরোতে হয়। কাজে বেরিয়ে ফিল্ড ওয়ার্কাররা যাতে অসুস্থ হয়ে না পড়েন, সে জন্যে নির্দেশিকা তৈরি করেছে পুরসভা।

    নির্দেশিকায় বলা হয়েছে, আউটডোর স্টাফ বা ফিল্ড ওয়ার্কারদের সঙ্গে জলের বোতল এবং ওআরএসের প্যাকেট রাখতে হবে। কাজ করতে গিয়ে কোনও রকম অসুস্থতা বোধ করলে ছায়া আছে, এমন জায়গায় বিশ্রাম নিতে হবে। অসুস্থতাকে উপেক্ষা করে কোনও ফিল্ড ওয়ার্কার বা আউটডোর স্টাফ জোর করে যাতে কাজ না করেন, সে পরামর্শও দেওয়া হয়েছে।

    কাজ করতে গিয়ে কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্যে তাঁকে অন্য ফিল্ড ওয়ার্কারদের পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।পুরসভার মুখ্য স্বাস্থ্য-উপদেষ্টা চিকিৎসক তপনকুমার মুখোপাধ্যায় বলেন, ‘তাপপ্রবাহ চলছে। যে কেউ রাস্তায় বেরিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই যাঁরা ফিল্ডে বা বাইরে কাজ করেন, তাঁদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি আমরা।’

    তাঁর বক্তব্য, এই গরমে দুপুরের রোদ এড়ানো সব থেকে জরুরি। সেটা না পারলে যে কোনও লোক, যে কোনও জায়গায় অসুস্থ হতে পারেন। পুরসভার ফিল্ড ওয়ার্কাররা শুধু নন, এই সতর্কতা সবারই মানা উচিত।
  • Link to this news (এই সময়)