• Lok Sabha Election: NOTA-য় বেশি ভোট পড়লে ফের নির্বাচন? কমিশনকে সুপ্রিম-নোটিশ
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • NOTA ভোট নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট। যদি কোনও কেন্দ্রে অধিকাংশ ভোট NOTA বিকল্পে পড়ে তবে সেখানকার ভোট নতুন করে করানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শুক্রবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই ইস্যুতে নির্বাচন কমিশনের থেকে জবাব চাইল।নোটা বিষয়ক ইস্যুতে (NOTA) জনস্বার্থ মামলা করেছিলেন লেখক তথা মোটিভেশনাল স্পিকার শিব খেরা। মামলায় তিনি আবেদন জানিয়েছিলেন, যেসব প্রার্থী NOTA-র থেকে কম ভোট পাবেন তাঁদের যেন আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে লড়ার অনুমতি না দেওয়া হয়। এনিয়ে নিয়ম চালুর আবেদন জানিয়েছিলেন তিনি। পাশাপাশি 'কাল্পনিক প্রার্থী' হিসেবে NOTA-র যাতে প্রচার হয় ও NOTA-য় কত ভোট পড়ল তার স্বচ্ছ রিপোর্ট প্রকাশ করা হয় সেই বিষয়ে নিয়ম বাঁধার আবেদন জানিয়েছিলেন।

    শিব খেরার হয়ে মামলাটি লড়েন সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করানারায়ণ। কোনও নির্বাচন ছাড়াই গুজরাটের সুরাটে জয়ী ঘোষণা করা হয় বিজেপি প্রার্থীকে। কারণ সেখানে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল। অন্য়ান্য প্রার্থীরাও তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। মামলাকারীর যুক্তি, 'সুরাটে যেহেতু অন্য কোনও প্রার্থী ছিলেন না তাই সকলের কাছে একজন প্রার্থীকেই বেছে নেওয়ার সুযোগ ছিল।' আবেদনকারীর যুক্তি, 'যদি কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে একজনই মাত্র প্রার্থীই থাকেন তবে সেখানে আবার নির্বাচন হওয়া উচিত এবং NOTA বিকল্পে ভোট দেওয়ার অপশনও থাকা উচিত ভোটারদের জন্য়।'

    মামলাকারীর বক্তব্য, 'প্রার্থীদের মধ্যে কাউকেই পছন্দ না হলে EVM-এ NOTA বিকল্পে চাপ দিতে পারেন ভোটার। NOTA-র অর্থ None Of The Above অর্থাৎ 'কাউকেই নয়'। কোনও প্রার্থীকেই পছন্দ না হলে NOTA বোতামে চাপ দেওয়ার অধিকার রয়েছে একজন ভোটারের।'

    উল্লেখ্য, লোকসভা ভোট শেষ হওয়ার আগেই জয় হয় সুরাটের বিজেপি প্রার্থীর। নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ আগামী ২৬ এপ্রিল ভোটগ্রহণের কথা ছিল সুরাটে। তার আগেই সেই কেন্দ্র থেকে জয়ী ঘোষণা করা হয় BJP প্রার্থীকে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় সুরাট লোকসভা আসন থেকে জয়ী ঘোষণা করা হয় BJP প্রার্থী মুকেশ দালালকে। দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন পত্র তুলে নেওয়ার অন্তিম দিনে সুরাট কেন্দ্রটি থেকে পিছিয়ে আসনে আট জন প্রার্থী। সকলেই নিজেদের মনোনয়ন তুলে নেন। ফলে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই কেন্দ্রে অনায়াসে জয় পান BJP প্রার্থী মুকেশ দালাল। সুরাটে একদিন আগেই বাতিল করা হয় কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভানির মনোনয়ন। এর পরই সমীকরণ বদলে যায় এই কেন্দ্রের। BSP প্রার্থী প্যায়ারেলাল ভারতীও শেষ পর্যন্ত তুলে নেন নিজের মনোনয়ন।
  • Link to this news (এই সময়)