• KKR-Punjab: আজ নজর রিঙ্কুদের দিকে, তারকাহীন ম্যাচে ইডেনের আগ্রহ বীর-জারা...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে কলকাতায় সবচেয়ে সাদামাটা ম্যাচ। তারকাহীন ম্যাচে রং ঢালতে ক্রিকেটের নন্দনকাননের ভরসা বীর-জারা। হাজির থাকার কথা শাহরুখ খান এবং প্রীতি জিন্টার। শুক্রবার বিকেলে ইডেন ভরতে পারে শুধুমাত্র এই দুই তারকাকে দেখতে। এছাড়া কলকাতাবাসীর খুব বেশি আগ্রহের কারণ নেই। আটের মধ্যে ছয় ম্যাচ হেরে দশ দলের টেবিলে ন"নম্বরে পাঞ্জাব কিংস। স্বভাবতই আজ ফেভারিট কেকেআর। ঘরের মাঠে চারের মধ্যে তিনটে ম্যাচ জিতেছে শ্রেয়সরা। আজ তুলনায় কমজোরী প্রতিপক্ষের বিরুদ্ধে জিতে প্লে অফের দিকে আরও এক পা বাড়ানোই লক্ষ্য নাইটদের। বিপক্ষে শিখর ধাওয়ান নেই। স্যাম কারন, লিয়াম লিভিংস্টোনদের মতো বিদেশিরা থাকলেও তাঁদের নিয়ে মাতামাতি নেই। শেষ চার ম্যাচ হেরেছে পাঞ্জাব। গুজরাটের বিরুদ্ধে শেষবার জিতেছিল। ফর্ম এবং তারকার অভাবে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে খুব একটা আগ্রহ নেই ক্রিকেট ভক্তদের। বৃহস্পতিবার বিকেলে ইডেনের বাইরের চিত্র থেকেই সেটা স্পষ্ট ছিল। অন্যান্য ম্যাচের আগে প্র্যাকটিস শুরুর আগে ইডেনের বাইরে ভিড় জমে যায়। কিন্তু বৃহস্পতি‌ বিকেলে সম্পূর্ণ অপরিচিত ছবি। এমনকী কেকেআর, পাঞ্জাব দল স্টেডিয়াম ছাড়ার সময়ও কাক-পক্ষী টের পেল না। টিকিট অবশ্য বিক্রি হয়ে গিয়েছে। তবে সপ্তাহান্তের ইডেন ফুলহাউজ হবে কিনা সেটাই প্রশ্ন। বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকা করার সম্ভবত এটাই শেষ সুযোগ রিঙ্কু সিংয়ের। মাসের শেষেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষিত হবে। এবার আইপিএলে খুব বেশি সুযোগ পাননি। তাই ব্যাট থেকে বড় রানও আসেনি। এদিন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চাইবেন রিঙ্কু। 
  • Link to this news (আজকাল)