• Modi: ‌‌‌২৬ হাজারের চাকরি বাতিলে তৃণমূলের ঘাড়েই দোষ চাপালেন মোদি...
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মালদায় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফার ভোটের দিন মালদা উত্তর ও দক্ষিণে জনসভা রয়েছে মোদির। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি ও মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এই জনসভা। এদিনের জনসভায় ২৬ হাজার এসএসসি চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, ‘‌তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি করেছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’‌ মোদির কথায়, তৃণমূল সরকার প্রকল্পের টাকা নয়ছয় করে। মোদি বলেছেন, ‘‌বাংলায় ৫০ লক্ষের থেকে বেশি কৃষকদের জন্য আট হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু তৃণমূল সরকার সেই টাকা কৃষকদের হাতে পৌঁছতে দিচ্ছে না। তৃণমূলের নেতারা প্রকল্পের টাকা নিয়ে নেয়। কেন্দ্রের সমস্ত প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আয়ুষ্মান প্রকল্পকেও আটকে দিয়েছে।’‌ তৃণমূলের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও করেন মোদি। মোদির কথায়, ‘‌সন্দেশখালি, মালদায় মহিলারা অত্যাচারিত। কিন্তু তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে।’‌ এদিনের জনসভায় তৃণমূল–কংগ্রেস আঁতাতের অভিযোগও তোলেন মোদি। তাঁর কথায়, ‘‌তৃণমূল ও কংগ্রেস নিজেদের মধ্যে কলহের নাটক করে। কিন্তু সত্যিটা হল এদের আচার–আচরণ একই। এদের ঐক্যের সবচেয়ে বড় সূত্রই হল তোষণ। দুই দলই তোষণের প্রতিযোগিতা চালাচ্ছে।’‌ 
  • Link to this news (আজকাল)