• Sreerampur: পদ ‌ছাড়লেন শ্রীরামপুরের পুরপ্রধান
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন গিরিধারী শাহ। বৃহস্পতিবার তিনি শ্রীরামপুর পুরসভায় তাঁর ইস্তফা জমা দেন। তবে এই ইস্তফার পেছনে অন্য কোনও কারণ নেই। শুধুমাত্র নির্বাচনী নিয়মের কারণেই তাঁর এই পদক্ষেপ। আসন্ন নির্বাচনে গিরিধারী শাহকে দেখা যাবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির ইলেকশন এজেন্টের ভূমিকায়। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন পুরপ্রধান। বর্তমানে পুরপ্রধানের দায়িত্বভার পালন করবেন শ্রীরামপুর পুরসভার উপ পুরপ্রধান উত্তম নাগ। তবে লোকসভা ভোটে পুরপ্রধানের ইস্তফা দেওয়ার ঘটনা আগেও হয়েছে। ২০১৯ সালে বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জির নির্বাচনী এজেন্টের দায়িত্ব নেওয়ার জন্য পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। ইস্তফার প্রশ্নে গিরিধারী শাহ বলেছেন, নির্বাচনে প্রার্থীর এজেন্ট হলে প্রশাসনিক পদে থাকা যায় না। নির্বাচন কমিশনের আইন মেনে তিনি ইস্তফা দিয়েছেন। এই প্রসঙ্গে দলীয় নেতৃত্বও সম্মতি দিয়েছে। শুক্রবার কোন্নগরের শকুন্তলা কালি মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি।
  • Link to this news (আজকাল)