• মহিলা-আদিবাসী-গরিব মানুষের সম্পত্তি কব্জার পরিকল্পনা করছে কংগ্রেস, ফের দাবি PM মোদীর
    Aajtak | ২৬ এপ্রিল ২০২৪
  • সাধারণ মানুষের সম্পদ কব্জা করে নেবে কংগ্রেস। ফের বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, গরিব মানুষের সম্পত্তি নিয়ে তা ভোটব্যাঙ্কে ব্যবহার করবে কংগ্রেস। টাকা-পয়সা-জমি যার যা আছে তার উপর ৫৫ শতাংশ ট্যাক্স বসানোর পরিকল্পনা করছে রাহুল গান্ধীর পার্টি। তৃণমূল কংগ্রেসও তা নিয়ে কোনও প্রতিবাদ করছে না। তারা আসলে মৌন থেকে এর সমর্থন করছে। দাবী করেন প্রধানমন্ত্রী মোদী।  

    মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী যথাক্রমে খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে নিত্যানন্দপুরে সভা করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। তারা জনগণের টাকা লুট করছে। চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দুর্নীতিপরায়ন বলেও দাবি করেন তিনি। 

    তারপরই I.N.D.I.A জোটের দুই শরিক কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। মোদী বলেন, 'I.N.D.I.A জোট বিপজ্জনক চক্রান্ত করছে। তারা মহিলা, আদিবাসী ও গরিবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইস্তেহারে সেকথা ঘোষণাও করেছে। মহিলাদের মঙ্গলসূত্র, আদিবাসীর গয়না ও কার সম্পত্তি কত আছে তা জানার এক ঘৃণ্য চক্রান্ত করছে। সেজন্য কংগ্রেসের শাহাজাদা (রাহুল গান্ধী) বিদেশ থেকে এক্স রে মেশিন এনেছে। তারা গোটা দেশে সবার এক্সরে করতে চায়। কংগ্রেসের লক্ষ্য হল যার কাছে যত সম্পত্তি, টাকা-পয়সা, জমি থাকবে সব কিছুর উপর কব্জা করতে চায়। আর সেই টাকা নিজেদের ভোট ব্য়াঙ্কে দেবে।' 

    তারপরই I.N.D.I.A জোটের শরিক তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করেন তিনি। বলেন, 'কংগ্রেসের এই পরিকল্পনা নিয়ে তৃণমূল একটি শব্দও করছে না। তারা বিরোধিতা করছে। চুপ থেকে সমর্থন করে যাচ্ছে। টিএমসি বাংলায় বাংলাদেশের অনুপ্রবেশকারীদের এই রাজ্যে বসাচ্ছে। এই অনুপ্রবেশকারীরা আপনার জমিতে কব্জা করে। আর কংগ্রেস এমন ভোট ব্যাঙ্ককে সাহায্য করবে।' 

    মোদীর আরও দাবী, কংগ্রেস দেশের মানুষের সম্পত্তির উপর ৫৫ শতাংশ ট্যাক্স বসানোর ঘোষণা করেছে। তাঁর কথায়, 'অর্থাৎ আপনি জীবনে যা উপার্জন করেছেন, আপনার ছেলে-মেয়েরা পাবে না। সেই টাকা পাবে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক। কংগ্রেস পার্টি এসসি, এসটি ও ওবিসিদের সংরক্ষণ নিয়েও বিপজ্জনক পথে এগোচ্ছে। কর্নাটকে কংগ্রেসেরে সরকার আছে। সেখানে কংগ্রেস ওবিসিদের সংরক্ষণে ভাগ দিয়েছে মুসলিমদের। সংবিধান মানছে না কংগ্রেস।' 
  • Link to this news (Aajtak)