• অমিত শাহের চাপে মনোনয়ন প্রত্যাহার, কাঁদো কাঁদো গলায় বিস্ফোরক অভিযোগ প্রার্থীর
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৪
  • কাঁদো কাঁদো চোখে মুখে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আপলোড করেছেন এক নেতা। ভিডিয়োতে যা দাবি করেছেন তা প্রকাশ্য়ে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে জিতেন্দ্র সিং চৌহান নামের এক ব্যক্তির ভিডিয়ো। ওই ভিডিয়োতে ব্যক্তি দাবি করেছেন, অখিল ভারতীয় পরিবার পার্টির তরফে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু জোর করে তাঁকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য় করা হয়। তিনি দোষ চাপিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অনুগামীদের উপর। এমনকী জীবনবহানির আশঙ্কা প্রকাশ করেছেন ওই প্রার্থী। কাঁদো কাঁদো চোখে মুখেই ওই প্রার্থীর জনসাধারণের কাছে আবেদন, 'আপনারা দেশকে বাঁচান। দেশ বিপদে রয়েছে।'২৫ এপ্রিল আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদও এই ভাইরাল ভিডিয়োটি সাংবাদিক সম্মলনে তুলে ধরেন। গেরুয়া শিবিরকে আক্রমণ করে বলেন, 'বিজেপি লাঠির সাহায্যে শাসন করতে চায়, নির্বাচন ছাড়াই জিততে চায় ওরা।' ভিডিয়োটির সত্যতা জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে গান্ধীনগর লোকসভা আসন থেকে মনোনয়ন দাখিল করা প্রার্থীদের তালিকা অনুসন্ধান করা হয়। সেখানে জিতেন্দ্র সিং চৌহানের নাম খুঁজে পাওয়া গিয়েছে। ১৬ এপ্রিল মনোনয়ন জমা দেন এবং ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার করেন।

    জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সরাসরি কথা বললে তিনি ফের বলেন, 'ভিডিয়োতে যা বলেছি তা সত্য। আমি গান্ধীনগর আসন থেকে ক্ষত্রিয় প্রার্থী ছিলাম এবং গুজরাটের ক্ষত্রিয় সম্প্রদায় বিজেপির উপর ক্ষুব্ধ। বিজেপির চাপে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি।'

    দেখুন ভিডিয়ো

    জিতেন্দ্রর আশঙ্কা তাঁর ফোনেও আড়িপাতা হচ্ছিল। তবে এর বেশি কিছু বলতে চাননি ওই নেতা। এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য দলের সহসভাপতি প্রদীপ যাদবের নম্বর দে। অখিল ভারতীয় পরিবার পার্টি প্রদীপ যাদবকে ফোন করলে তিনি বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লোকেরা আমাদের প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে বাধ্য করেছে। কিছু হিন্দিভাষী বিধায়ককে জিতেন্দ্রের শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছিল। সেখান থেকেও চাপ দেওয়া হয়। পুলিশ তাকে তিনদিন গৃহবন্দি করে রাখে। এ সময় তিনি সুযোগ নিয়ে এই ভিডিও করেন। কিন্তু তার ওপর এতটাই চাপ সৃষ্টি হয় যে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়।'

    প্রদীপ বিজেপি বিধায়ক দীনেশ সিং কুশওয়াহা এবং অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। প্রদীপ যাদবের দাবি, 'বাড়ির আশেপাশের সিসিটিভি দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। গুজরাটে জিতেন্দ্র চৌহানের সমস্ত সহযোগীদের হুমকি দেওয়া হচ্ছে। গুজরাট পুলিশ শুনছে না। ই-মেইলের মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে।' প্রদীপ যাদব আরও বলেছেন, এই 'ভিডিওটি যখন ভাইরাল হয়েছিল, তখন বিজেপির লোকেরাও অমিত শাহের পক্ষে একটি ভিডিও তৈরি এবং শেয়ার করেছিল।'

    ঘটনায় জিতেন্দ্র চৌহান এবং প্রদীপ যাদব আহমেদাবাদের বাপুনগর বিধানসভা আসনের বিজেপি বিধায়ক দিনেশ সিং কুশওয়াহারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে ফোনে বিজেপি বিধায়কের সঙ্গে কথা বললে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমি এমন কাউকে চিনি না।'
  • Link to this news (এই সময়)