• ‘‌দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে’‌, পিংলার মঞ্চ থেকে দরাজ সার্টিফিকেট মমতার
    হিন্দুস্তান টাইমস | ২৬ এপ্রিল ২০২৪
  • আজ, শুক্রবার দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে বাংলায়। তবে এই গরমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদার সভা অপরদিকেই পশ্চিম মেদিনীপুরের পিংলায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর সমর্থনে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে দেবের ভূয়সী প্রশংসা করলেন তিনি। আবার এখানের দুটি আসন জেতালে মানুষকে উপহার দেবেন বলেও জানিয়েছেন।

    এদিকে কিছুদিন আগে দেব রাজনীতি থেকে সরে যাবার কথা বলেছিলেন। সেই কথা মনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শুক্রবার সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌যে তোমায় ছাড়ে ছাড়ুক। আমরা তোমায় ছাড়ব না। দেব আমাকে বলেছিল দিদি আমাকে ছেড়ে দাও। আমি বলেছিলাম ছাড়ব না। দেব এখানে খুব ভাল কাজ করেছে। বর্ষায় বানভাসী পরিস্থিতিতে মাটিতে নেমে মানুষের পাশে থেকে কাজ করেছে। আর এখন তো ও খুব ভাল বক্তব্য রাখল। আমি শুনলাম। দেব এখন ভাল রাজনীতিবিদ হয়ে উঠেছে। তাই ওকে ছাড়া যাবে না।’‌

     

    অন্যদিকে এদিনের মঞ্চ থেকে বিজেপিকে চাকরি খেকো বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা কেন বন্ধ?‌ তা নিয়েও প্রশ্ন তোলেন। তার পরই দেবের সমর্থনে বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে মঞ্চে দেবের সঙ্গে নাচে পা মেলালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌গ্রামে মানুষ খেকো বাঘের কথা শোনা যায়। কিন্তু চাকরি–খেকো বিজেপি দেখেছেন। একইসঙ্গে হাজার হাজার ছেলের চাকরি খেয়ে নিয়ে বলছে, চার সপ্তাহে টাকা ফেরত দিতে হবে ১২ শতাংশ সুদে। যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত চাওয়া হয়, আপনি দিতে পারবেন তো?‌ যখন ইচ্ছে চাকরি খেয়ে নেবে, মগের মুলুক নাকি?‌’‌

    আরও পড়ুন:‌ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা

    এরপর দরাজ সার্টিফিকেটও আজ দেব পেলেন মুখ্যমন্ত্রী কাছ থেকে। জনগণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। সমস্বরে জবাব চলে আসে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যার সময়ও মানুষকে রান্নাবান্না করে খাওয়াতে। কোভিডের সময়ও ভাল সার্ভিস দিয়েছে দেব। তাই দেব ও জুন জিতলে আমি উপহার দেব ঘাটাল মাস্টারপ্ল্যান। সারা বাংলায় ভালো ভোট পেলে আমরা দিল্লিকে পথ দেখাব। আমরা টাকা নিয়ে আসব এবং গরিব মানুষের জন্য কাজ করব। আরও উন্নয়ন করব। আপনাদের প্রার্থী দেবকে পছন্দ? দেবকে এখানে দাঁড় করিয়েছি। দেব শুধু এখানেই কাজ করছে না। বাংলার অনেক কেন্দ্র গিয়ে আমাদের প্রচার করেছে। ওকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দেবকে দেবেন।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)