• রবিবার জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার্থীদের স্বার্থে বাড়তি ট্রেন, সঙ্গে স্পেশ্যাল মেট্রো সার্ভিসও
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • আগামী রবিবার ২৮ এপ্রিল হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। আর সেই কারণে বাড়তি ট্রেন ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই উদ্যোগ রেল কর্তৃপক্ষের। এছাড়া ওই দিন নির্ধারিত সময়ের থেকে আগেই শুরু হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওই দিন হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৬ জোড়া অতিরিক্তি ট্রেন চলবে বলে বলে জানান হয়েছে রেলের পক্ষ থেকে। দেখে নেওয়া যাক সময়সূচি -

    আপ লাইনে৩৬০৮১ হাওড়া - মশাগ্রাম লোকাল (ছাড়বে - ৫:৪৫ মিনিটে)

    ৩৭২১৭ হাওড়া - ব্যান্ডেল লোকাল (ছাড়বে - ৭:০৫ মিনিটে)

    ৩৭০৪১ হাওড়া - শেওড়াফুলি লোকাল (ছাড়বে - ৭:৩০ মিনিটে)

    ৩৭০১১ হাওড়া - শ্রীরামপুর লোকাল (ছাড়বে - ৭:৪৫ মিনিটে)

    ৩৭০৬১ হাওড়া - শেওড়াফুলি লোকাল (ছাড়বে - ৫ টায়)

    ৩৭৫১১ বালি - ব্যান্ডেল লোকাল (ছাড়বে - ৫:৫২ মিনিটে)

    ডাউন লাইনে৩৬০৮২ মশাগ্রাম - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:০৬ মিনিটে)

    ৩৭২৩০ ব্যান্ডেল - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:২৮ মিনিটে)

    ৩৭০৪২ শেওড়াফুলি - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:২০ মিনিটে)

    ৩৭০১২ শ্রীরামপুর - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:৪০ মিনিটে)

    ৩৭০৬২ শেওরফুলি - হাওড়া লোকাল (ছাড়বে - ৬:১৩ মিনিটে)

    ৩৭৫১২ ব্যান্ডেল - বালি লোকাল (ছাড়বে - ৪:২৫ মিনিটে)

    এদিকে জয়েন্ট এন্ট্রান্স উপলক্ষে বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে মেট্রোও। দেখে নিন কোন সময় থেকে শুরু হচ্ছে পরিষেবা -

    প্রথম পরিষেবা -কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)

    দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)

    দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)

    দমদম থেকে দক্ষিণেশ্বর সকাল সাড়ে ৮টায় (সকাল ৯টার পরিবর্তে)

    শেষ পরিষেবা -কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ২৭ মিনিটে (অপরিবর্তিত)

    দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ২৮ মিনিটে (অপরিবর্তিত)

    দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে (অপরিবর্তিত)

    কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ৯টা ৪০ মিনিটে (অপরিবর্তিত)
  • Link to this news (এই সময়)