• Fact Check : '৪০০ আসন পেলেই সংবিধান বদলে ফেলবেন মোদীজি!' BJP সরকারের মন্ত্রীর ভাইরাল দাবি কি সত্য?
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনে ৪০০ আসন জয়ের টার্গেট নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার জন্যও সম্পূর্ণ আশাবাদী। তবে বিরোধীদের আশঙ্কা, ফের একবার NDA-র হাতে দেশের শাসনভার গেলে তারা সংবিধানের বদল করবে। বিরোধীদের এই দাবিতে কি সায় রয়েছে রাজস্থানের BJP সরকারের মন্ত্রী কিরোড়িলাল মীনাও? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তাঁর এই ভিডিয়ো ঘিরে হইচই পড়ে গিয়েছে।কী দাবি করা হয়েছে?সোশ্যাল মিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের কিরোড়িলাল মীনা দাবি করছেন, BJP নেতৃত্বাধীন NDA সরকার ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরলে সংবিধান থেকে সংরক্ষণ তুলে দেবে তারা। সংবিধানেরও বদল ঘটাবেন।

    গত ২৫ এপ্রিল ফেসবুকের একটি প্রোফাইল থেকে রাজস্থানের মন্ত্রীর এই ভিডিয়োটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'রাজস্থান সরকারের মন্ত্রী কিরোড়িলাল মীনা খোদ এ কথা বলছেন, ৪০০ আসন পেলে মোদীজি সংরক্ষণ তুলে দেবেন। সংবিধান বদল করে দেবেন।'

    অনুসন্ধানএই ভাইরাল ভিডিয়োর তথ্য যাচাই করে পিটিআই নিউজ। ইনভিড টুল সার্চ অপশনের মাধ্যমে ভাইরাল ভিডিয়োটি খতিয়ে দেখা হয়। পাশাপাশি, একাধিক কিওয়ার্ডের মাধ্যমেও খোঁজা হয় ভিডিয়োটি সম্পর্কে। গুগলস লেন্সের মাধ্যমে দেখা যায়, একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিরোড়িলাল মীনার এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সর্বত্রই একই দাবি করা হয়েছে। ভিডিয়োটে ধরা পড়ে একজন ব্যক্তির হাতে একটি মাইক। যেখানে 'ফার্স্ট ইন্ডিয়া নিউজ' নামে একটি লোগো রয়েছে। এরপর কাস্টমাইজড কিওয়ার্ড সার্চ করে একটি ইউটিউব ভিডিয়োর হদিশ মেলে। ইন্ডিয়া ফার্স্ট নিউজের একটি ইউটিউব চ্যানেল থেকে ২২ এপ্রিল এই ভিডিয়োটি পোস্ট করা হয়। যেখানে ক্যাপশনে লেখা হয়, 'সংরক্ষণ নিয়ে কিড়োরিলাল মীনার বড় মন্তব্য।' এরপর ভিডিয়োটি খতিয়ে দেখে বোঝা যায়, ভাইরাল ভিডিয়োটি আসলে একটি বড় অনুষ্ঠানের অংশ। যেখানে কিরোড়িলাল মীনা বলেছেন, 'কংগ্রেসের লোকেরা ভয়ে রয়েছে যে ৪০০ আসন নিয়ে ক্ষমতায় এলে নরেন্দ্র মোদীজি সংরক্ষণ শেষ করে দেবেন। সংবিধান বদল করে দেবেন। এই নিয়ে একটি বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে সর্বত্র। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোটবাক্স ভরানোর পরিকল্পনা ওদের। মোদীজি বারমেরে নিজে বলেছেন, খোদ বাবাসাহেব আম্বেদকর এলেও আর সংবিধানের বদল করতে পারবেন না। সংরক্ষণ নিয়ে কোনও বদল হবে না বলে জানিয়েছেন অমিত শাহ। SC/ST ভাইবোনেদের জন্য আমি এই প্রতিশ্রুতি নিয়ে এসেছি। পদ্মচিহ্নে ছাপ দিয়ে আপনারা ওম বিড়লাজিকে জেতান। তাঁকে সংসদে পাঠান।'

    কিরোড়িলাল মীনার এক্স হ্যান্ডেলেও এই জনসভার একটি ভিডিয়ো পাওয়া যায়। যেখানে ক্যাপশনে লেখা, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্পষ্ট করে বলেছেন বাবাসাহেব আম্বেদকর এলেও আর দেশের সংবিধান বদল হবে না। সংরক্ষণ বাতিল হবে না। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই ধরণের তথ্য মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। এগুলো সম্পূর্ণ ভুয়ো। এই ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ না হলে আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে।'

    সত্যিটা ঠিক কী?অতএব রাজস্থানের মন্ত্রী কিরোড়িলাল মীনার ভাইরাল ভিডিয়োর দাবি সম্পূর্ণ ভুয়ো। একটি জনসভার অর্ধেক অংশ ভাইরাল করে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মিথ্যা।
  • Link to this news (এই সময়)