• মারাত্মক তাপপ্রবাহে বাংলা-ওডিশায় হিটস্ট্রোকের সতর্কবার্তা! ২০২৪-এ রেকর্ড ভাঙা গরমের আশঙ্কা
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৪
  • দেশের বিভিন্ন প্রান্তে ফের নতুন করে ভয়ংকর তাপপ্রবাহের ইঙ্গিত দিল মৌসম ভবন। IMD-র তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ২০২৪ সাল উষ্ণতম বছরের তকমা পেতে চলেছে খুব শীঘ্রই। বিশ্বের ইতিহাসে এটাই সর্বোচ্চ উষ্ণতার বছর হতে চলেছে, বলে মনে করছেন বিজ্ঞানীরা।একটি সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে IMD-র বিজ্ঞানী ডি এস পাই বলেন, '২০২৩ সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যাবে ২০২৪ সালে।'

    ওডিশায় ভয়ংকর তাপপ্রবাহের পূর্বাভাসওডিশার ঝাড়সুগুড়াতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। বারিপদাতে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। এরপর তৃতীয় স্থানে ছিল নুয়াপদা। সেখানে তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তালচের এবং বৌদ্ধে তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.৪ ডিগ্রি এবং ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। IMD-র পক্ষ থেকে বলা হয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে আগামী পাঁচদিন আরও ভয়াবহ তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ক্রান্তীয় ভারতে আগামী সপ্তাহে তাপমাত্রা বীভৎস থাকতে চলেছে। এমনটাই জানিয়েছে IMD। ওডিশার কেন্দাপাড়া, কটক এবং বোলাঙ্গিরে ৪৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। ভুবনেশ্বরের আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা আগামী চারদিনে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া দফতরের ডিরেক্টর মনোরামা মোহান্তি বলেন, '২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত হিটওয়েভ চলবে ওডিশার বিভিন্ন এলাকায়। ভয়ংকর হিটওয়েভের রেড অ্যালার্ট জারি করা হয়েছে গজপতি, গঞ্জাম, বালেশ্বর এবং ময়ূরভঞ্জে।'

    বাংলায় সোলার ইনসোলেশনভয়ংকর তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস রয়েছে বাংলার দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে। শুষ্ক পশ্চিমী হাওয়া থাকবে বাংলা জুড়ে। তৈরি হবে সোলার ইনসোলেশন। এর জেরে হিটস্ট্রোকের আশঙ্কা বাড়বে। এর জেরে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এনেছে। বেসরকারি স্কুলগুলির অধিকাংশই পড়ুয়াদের জন্য অনলাই ক্লাস চালু করতে বাধ্য হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গতেই মূলত এই শুষ্ক আবহাওয়া জারি থাকবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীকে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    শুষ্ক আবহাওয়ার জেরে নতুন এই চড়ছে তাপমাত্রা। এই অবস্থায় সকলেরই প্রশ্ন স্বস্তির বৃষ্টি কবে থেকে। যদিও এই নিয়ে এখনও কোনও সন্তোষজনক পূর্বাভাস মেলেনি আবহাওয়া দফতরের তরফে।
  • Link to this news (এই সময়)