• সন্দেশখালিতে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার! সিবিআই তল্লাশিতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি বোমা, বিদেশি বন্দুক
    News 18 | ২৭ এপ্রিল ২০২৪
  • দক্ষিণবঙ্গ: আরও একবার সংবাদ শিরোনামে শেখ শাহজাহানের ‘গড়’৷ এবার সন্দেশখালিতে এক পঞ্চায়েত সদস্যের বাড়ির মেঝে খুঁড়েই উদ্ধার হল একের পর এক আগ্নেয়াস্ত্র৷ উদ্ধার হল বিদেশি অস্ত্রও৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০-১৫টি অস্ত্র মিলেছে৷ তার মধ্যে রয়েছে বিদেশি অস্ত্র৷ বম্ব ডিটেক্টর দিয়ে চলছে আশপাশের এলাকায় তল্লাশি৷

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই গ্রেফতার শেখ শাহজাহান৷ কিন্তু, সন্দেশখালি জুড়ে এখনও বহাল রয়েছে সন্ত্রাসের ছায়া৷ শুক্রবার শাহজাহান গড়ে তল্লাশিতে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বোমা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷

    সিবিআই সূত্রের খবর, সরবেড়িয়ায় সিবিআই অভিযানের সময় বহু অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগ শেখ শাহজাহানের খোঁজে গত ৫ জানুয়ারিতে প্রথম যখন ইডি গিয়েছিল, তখনই ইডির আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷

    সেই ঘটনায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে সন্দেশখালিতে যা যা ঘটনার অভিযোগ উঠেছে তার সমস্তটার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের সময়েই উদ্ধার হল অস্ত্র।

    জানা গিয়েছে, এ দিন গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছিলেন সন্দেশখালিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় হাফিজুল খা-র বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র-পিস্তল-বোমা মজুত রয়েছে। তারপরেই সেখানে পৌঁছন গোয়েন্দারা। মাটি খুঁড়ে চলে তল্লাশি।

    শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা।
  • Link to this news (News 18)