• 'আমারই ভুল, বলেছিলাম বদলা নয়, বদল চাই!' ক্ষমতায় আসার ১৩ বছর পর কেন আক্ষেপ মমতার?
    News 18 | ২৭ এপ্রিল ২০২৪
  • পিংলা: ২০১১ সালে ক্ষমতায় আসার পরই তিনি নিজেই স্লোগান দিয়েছিলেন, বদলা নয়, বদল চাই৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানকে শুধুই মুখের কথা বলেই এতদিন কটাক্ষ করে এসেছেন বিরোধীরা৷ ক্ষমতায় আসার ১৩ বছর পর এ দিন পশ্চিম মেদিনীপুরের পিংলার সভা থেকে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সঙ্গে বললেন, বদলা নয়, বদল চাই স্লোগান দেওয়া তাঁর ভুল হয়েছিল৷

    নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রায় প্রতিটি সভা থেকেই বিজেপির পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও আক্রমণ করছেন তৃণমূলনেত্রী৷ এ দিন পিংলার সভাতেও তার ব্যতিক্রম হয়নি৷ পিংলার সভাতেও প্রথমে বিজেপিকে নিশানা করার পর সিপিএমের বিরুদ্ধে সরব হন মমতা৷ বাম আমলে জঙ্গলমহলে খুনোখুনি এবং হিংসার ঘটনার কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী৷

    এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবথেকে বড় ডাকাতি, চুরি করে গিয়েছে সিপিএম৷ আমারই ভুল ‘বদলা নয়, বদল চাই’ বলেছিলাম৷ আজ বিজেপির দুটো চোখ হয়েছে সিপিএম আর তৃণমূল৷ বাংলার ভোটে ইন্ডিয়া সরকার হবে৷ ইন্ডিয়া জোটের তুমি কে, আমি করেছিলাম৷ ইন্ডিয়া নাম আমার দেওয়া৷ আমি চাই দিল্লিতে শক্তিশালী সরকার হোক, যাতে দিল্লি থেকে গরিব মানুষের জন্য আমরা টাকা নিয়ে আসতে পারি৷

    এ দিন ঘাটাল লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী দেবের সমর্থনে পিংলায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিনের সভা থেকেও ২৬ হাজারের স্কুল শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব হন মমতা৷ বিজেপি, সিপিএমকে চাকরিখেকো বলেও কটাক্ষ করেন তিনি৷
  • Link to this news (News 18)