• 'হয় আগের জন্মে বাংলায় জন্মেছিলাম, নাহলে পরের বার জন্মাব!' ভোটের হাওয়ায় মোদির নতুন ইচ্ছে
    News 18 | ২৭ এপ্রিল ২০২৪
  • মালদহ: মোদি… মোদি… মোদি… উত্তর মালদহে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখার জন্য উপচে পড়া ভিড়। আর সেই ভিড় থেকে শোনা যাচ্ছে মোদির নামে কলরব। মালদহের জনসভায় এত ভিড় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি। বলে ফেলেন, পরের জন্মে বাংলাতেই জন্ম নিতে চলেছেন তিনি।

    বাংলার প্রতি বরবারই আলাদা টান রয়েছে বলে দাবি মোদির। ভোট বা বাংলার বিশেষ কোনও অনুষ্ঠান-উৎসবে বাংলায় ট্যুইট করতে দেখা যায় মোদিকে। এদিন মালদহের সভা থেকে ফের একবার সেই বাংলা ও বাঙালির আবেগকে আলাদা গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী। বাংলার প্রতি তাঁর আবেগ ও ভালবাসার কথাও ব্যক্ত করলেন। এদিনের সভার পরেও বাংলায় লিখে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী।

    মোদি বলেছেন, ‘আগের জন্মে মনে হয় বাংলায় জন্মেছিলাম’। তাঁর আরও সংযোজন, ‘আপনাদের ভালবাসা দেখে মনে হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম। আপনাদের ভালবাসা দেখে আমি আপ্লুত। হয় আমি আগের জন্মে বাংলায় জন্মেছিলাম, নয়তো পরের জন্মে বাংলায় জন্মাব।’

    শুক্রবার দ্বিতীয় দফা ভোটচলাকালীনই মালদহ উত্তরে লোকসভা ভোটের প্রচারে আসেন প্রধানমন্ত্রী মোদি। মালদহের মানুষের কাছে চাইলেন বিজেপিকে জয় এনে দেওয়ার প্রতিশ্রুতি। তারপর একে একে তাঁক নিশানায় উঠে এল তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না। আপনাদের ভালবাসা ব্যর্থ হতে দেব না। এই ভালবাসা ফিরিয়ে দেব।’
  • Link to this news (News 18)