• পাহাড়ের চড়াই উতরাই পথে হেঁটে ভোটগ্রহণ কেন্দ্রে ৮০ বছরের বৃদ্ধা! চমকে দিলেন তিনি
    News 18 | ২৭ এপ্রিল ২০২৪
  • দার্জিলিং: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ইতিমধ্যেই নির্বিঘ্নে চলছে দার্জিলিংয়ের ভোট পর্ব। এখনও পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোটদান সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এরই মাঝে চোখে পড়লো এক বিরল ছবি। শৈল দার্জিলিংয়ের এক ৮০ বছর বয়সী বৃদ্ধা ভোটার ভোট দিতে এলেন ভোটগ্রহণ কেন্দ্রে। এক মহিলা সঙ্গীকে নিয়ে তিনি নিজে হেঁটে এসেছিলেন ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত।

    ৮০ বছর বয়সী বৃদ্ধা ভোটার তানি দেবী জানান, “এখনও পর্যন্ত প্রায় সমস্ত নির্বাচনে তিনি ভোট দান করেছেন। নিজে হেঁটে এসে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দান করার অনুভূতিটাই আলাদা। রাজ্যের অন্যান্য এলাকার মতন বিচ্ছিন্ন ঘটনা এখানে চোখে পড়ে না। একেবারেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়ে দার্জিলিংয়ে। তিনি আশা রাখছেন আগামী দিনেও তিনি এভাবেই ভোট দিতে আসবেন। এছাড়া পাহাড়ের ভোট আগামী দিনেও শান্তিপূর্ণই হবে এমনটাই আশা রাখছেন তিনি।”

    পাহাড়ের উচু-নিচু পথ পেরিয়ে এত বয়সে এসেও হেঁটে ভোটদান কেন্দ্র পর্যন্ত আসার বিষয়টি সত্যি অবাক করে। বৃদ্ধ ভোটারের স্বতঃস্ফূর্ত ভোটদান বারংবার প্রমাণ করে দেয় পাহাড়ের ভোট কতটা শান্তিপূর্ণ হয়। দার্জিলিংয়ের আরেক বৃদ্ধা ভোটার মনু ছেত্রী জানান, “দীর্ঘ সময় ধরে পাহাড়ের ভোট শান্তিপূর্ণ হয়ে আসছে। বর্তমান সময়ে সেই একই পরিস্থিতি রয়েছে পাহাড়ের মধ্যে। তাইতো পাহাড়ের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। ভোটদানের মাধ্যমে সকলের সুবিধা হবে বলেই মনে করেন তাঁরা।”

    বর্তমান সময়ে যেখানে গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ঘটনা সামনে উঠে আসে ভোটকে কেন্দ্র করে, সেই পরিস্থিতিতেও শৈল শহর দার্জিলিংয়ের ভোটদান পর্ব একেবারে নির্বিঘ্নেই সম্পন্ন হয়।
  • Link to this news (News 18)