• Paramilitary Officer:‌ যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত, বরখাস্ত করা হল উচ্চপদস্থ সিআরপিএফ আধিকারিককে...
    আজকাল | ২৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার বরখাস্ত করা হল অর্জুন পুরস্কারপ্রাপ্ত এক উচ্চপদস্থ সিআরপিএফ আধিকারিককে। সেনা সূত্রে জানা গেছে, সিআরপিএফের ডিআইজি পদমর্যাদার ওই কর্তার নাম খাজান সিং। তাঁর বিরুদ্ধে আধাসামরিক বাহিনীর মহিলাদের উপর হয়রানির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে সিআরপিএফ। অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে খাজান সিংকে। প্রসঙ্গত, সিআরপিএফের চিফ স্পোর্টস অফিসার খাজান ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমসে ২০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছিলেন। পরে তিনি অর্জুন পুরস্কার পান। এখন তিনি মুম্বইয়ে কর্মরত। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে খাজান জানিয়েছেন সমস্ত অভিযোগ ‘মিথ্যা’। জানা গেছে, খাজানের বিরুদ্ধে দু’টি অভিযোগ রয়েছে। তার মধ্যে একটি মামলায় তাঁকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে। অন্যটির তদন্ত চলছে।
  • Link to this news (আজকাল)