• আমাকে গুরুত্ব না দেওয়ার ফল ভুগতে হবে, হুঁশিয়ারি বিষ্ণুর
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কার্শিয়াং: এবারের লোকসভা ভোটে বিজেপিকে উচিত শিক্ষা দিতে চাইছেন বিক্ষুব্ধ বিধায়ক তথা দার্জিলিংয়ের নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। শুক্রবার ভোটের দিনও সেই মন্তব্যে অনড় কার্শিয়াংয়ের এই বিজেপি বিধায়ক। লোকসভা ভোটে পাহাড় থেকে তিনি এবার ভূমিপুত্র প্রার্থীর দাবি জানিয়েছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্বর কাছে। কিন্তু সেই দাবি মান্যতা না পাওয়ায় গেরুয়া শিবিরের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নির্দল হিসেবে ভোটের লড়াইয়ে নামেন এই বিক্ষুব্ধ বিধায়ক। শুক্রবার তিনি কালিম্পং ও শিলিগুড়ি বিধানসভার বিভিন্ন বুথ ঘুরে দেখেন। তবে নিজের বিধানসভা কার্শিয়াং এলাকায় বিষ্ণুর পা পড়ল না। যদিও তাঁর দাবি, আমার নির্বাচনী এজেন্ট কার্শিয়াং, দার্জিলিং ঘুরেছেন। রাজনৈতিক মহল বলছে, বিজেপির জয়ের রাস্তায় বিক্ষুব্ধ এই বিধায়ক কাঁটা বিছিয়ে দিতে চাইছেন। বিষ্ণুর বক্তব্য, বিজেপি আমার গুরুত্ব বোঝেনি। এবার বুঝবে। তাহলে কি পাহাড়ের পাশাপাশি সমতলেরও ভোটের অনেকটাই টানবেন কার্শিয়াংয়ের বিধায়ক? সেদিকেই ইঙ্গিত দিয়েছেন বিষ্ণু। পাহাড়ের ভোটের অনেকটাই নিজের অনুকূলে রাখার দাবি করলেও তাঁর বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না দার্জিলিং জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শীলা রাই। বিষ্ণুর বিধানসভা কার্শিয়াংয়ের সিরুবাড়ি বুথে দাঁড়িয়ে তিনি বলেন, কে কার ভোট টানবেন, সেনিয়ে মাথা ঘামাতে চাইছি না। এবার আমরা কার্শিয়াং থেকে লিড নেব। এটা নিশ্চিত। যদিও এই নিয়ে ভাবিত নন নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ। তিনি বলেন, এনিয়ে কিছু ভাবছি না। দুই ফুলই এবার দার্জিলিং আসন থেকে জিততে পারবে না। এদিকে পাহাড়ের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র কার্শিয়াংয়ে এদিন পড়ে থাকলেন বিজিপিএম নেতা অনীত। সেখান থেকে লিড নিতে অনীতের অনুগামীরা কার্শিয়াংয়ের বুথে বুথে হাজির থেকে ভোট করালেন। শান্তিপূর্ণভাবেই ভোট দিল পাহাড়। ভোটগ্রহণ শেষে শুক্রবার রাতেও বিষ্ণু বললেন, ভোট ভালো হয়েছে। ভোট নিয়ে কার্শিয়াংয়ের বিধায়কের এই ‘নিশ্চিত’ মনোভাব কি চিন্তায় ফেলবে বিজেপিকে?  বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, দলের বিধায়ক পদ ছেড়ে দিয়ে কথা বলুন বিষ্ণু।  কে কাকে শিক্ষা দেয়, সেটা ৪ জুন বোঝা যাবে।
  • Link to this news (বর্তমান)