• সিপিএম এই জঙ্গলমহলকে শেষ করে দিয়েছে: গড়বেতায় মুখ্যমন্ত্রী
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • পিনাকী ধোলে, গড়বেতা: এক দশকেরও বেশি অতিক্রান্ত। কিন্তু জঙ্গলমহলজুড়ে সিপিএমের সন্ত্রাস তাঁর স্মৃতিতে আজও হানা দেয়। মমতার হাত ধরেই অশান্ত জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। শুক্রবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচারে গড়বেতায় এসে ফের সেকথা শুনিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো। বুঝিয়ে দিলেন, জঙ্গলমহল আজও তাঁর হৃদয়ে রয়েছে। 

    এদিন তাঁর বক্তব্যের শুরুতেই মমতা বলেন, ‘আগে ঝাড়গ্রামে মানুষ বেড়াতেআসত। কিন্তু সিপিএম এই জঙ্গলমহলকে শেষ করে দিয়েছে। এখন তারাই বিজেপির বড় দালাল।’ সেদিনের স্মৃতিতে ডুব দিয়ে মমতা বলেন, ‘এই জঙ্গলমহল একদিন অশান্ত ছিল। খুনি, হার্মাদদের জায়গা ছিল। যেখানে শুধু রক্ত, সন্ত্রাস আর সন্ত্রাস। কত মানুষ মারা গিয়েছে। আজ সেই জঙ্গলমহল শান্ত। মানুষ শান্তিতে রয়েছে। তাই আমি শান্তিতে রয়েছি। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি।’ জঙ্গলমহলের আদিবাসী মানুষদের তিনি কতটা ভালোবাসেন, তাদের সংস্কৃতিকে তিনি কতটা সন্মান করেন, এদিন সেই কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, পঞ্চানন মুর্মুর জন্মদিনে ছুটি দিই। রঘুনাথ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম থেকে অনেক কিছুই আমরা তৈরি করে দিয়েছি। ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমির মেয়েরা আজ বিশ্ব জয় করে আসছে। তাদের নাম বিশ্বের ইতিহাসে জ্বলজ্বল করবে। তবে, এতকিছু করা সত্ত্বেও ঝাড়গ্রামের মানুষ গতবছর লোকসভায় বিজেপিকেই জিতিয়েছিল। এনিয়ে এদিন কিছুটা ক্ষোভও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘গত লোকসভায় সব আসনেই বিজেপি জিতেছিল। যেদিন থেকে জিতল সেদিন থেকেই বাংলায় টাকা বন্ধ করে দিল।’ তবে মমতা মনে করিয়ে দেন, ‘একশ দিনের কাজের টাকা কিন্তু মা মাটি মানুষের সরকারই দিয়েছে। বিজেপি দেয়নি। আবাসের বাড়ি বিজেপি দেয়নি, আমিই দেব। অলরেডি লিস্ট করা আছে।’ বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে মমতা বলেন, ‘ঝাড়গ্রাম, গড়বেতা, নেতাই, বেলপাহাড়ী, লালগড়, সাঁকরাইলে যখন রক্ত ঝড়ছিল, তখন কোথায় ছিলন আপনারা? একবারও দেখতে এসেছেন? আমি ভয় না পেয়ে ঘুরে ঘুরে বেড়িয়েছি।’ এমনকী ২০১১ সালে জেতার পর যে তিনি প্রথম ঝাড়গ্রামেই এসেছিলেন, সেকথাও মনে করিয়ে দেন মমতা। ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, ‘আমাদের প্রার্থী কালীপদবাবু বাংলার শুধু নয়, ভারতবর্ষের গর্ব। তিনি পদ্মশ্রী পেয়েছেন। আমরা বঙ্গবিভূষণও দিয়েছি। তাঁকে জেতান আপনারা।’ কালীপদবাবু বলেন, ‘দিদির আশীর্বাদ নিয়েই ভোটে লড়তে নেমেছি। দিদি জঙ্গলমহলের জন্য যা করেছেন, তা কেউ করতে পারেননি। সেই উন্নয়নের ধারাকে আগামীতেও বজায় রাখতে চাই।’ 

    গড়বেতার সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)