• মার্কশিট মাধ্যমিকের ফলের দিনই, উচ্চ মাধ্যমিকে মিলবে দু’দিন বাদে
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‌মাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে দেখার ওয়েবসাইটের তালিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবারই বিজ্ঞপ্তি গিয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কথা জানিয়েছে তারা। ২ মে সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশের পরে সকাল পৌনে ১০টায় ওয়েবসাইট থেকে তা দেখা যাবে। www.wbbse.wb.gov.in, wbresults.nic.in-এর মতো সরকারি ওয়েবসাইটের পাশাপাশি বেশ কিছু বেসরকারি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এছাড়া রয়েছে বেশ কিছু অ্যাপ থেকে ফল জানার সুবিধা। ওইদিনই সকাল ১০টায় স্কুলগুলি মার্কশিট পাবে বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। 

    অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৮ মে দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরে দুপুর ৩টে থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে, তাঁরা মার্কশিট হাতে পাবেন ১০ মে। তৎকালে রিভিউ-স্ক্রুটিনি করার জন্য ১০ মে থেকে ১৩ মে সংসদের পোর্টালে আবেদন করা যাবে। আর সাধারণ রিভিউ-স্ক্রুটিনির আবেদন জানানো যাবে ২৫ মে পর্যন্ত।
  • Link to this news (বর্তমান)