• সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হতে পারে আগামী সোমবার
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে হতে পারে। কলকাতা হাইকোর্টের রায়ে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল করে দেওয়ায় এক লপ্তে প্রায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি চলে যেতে বসেছে। তাই তা রুখতেই, বিশেষত, যারা সঠিক যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, যাদের নিয়োগের বিষয়ে কোনও অভিযোগ নেই, তাদের চাকরি অক্ষত রাখতেই রাজ্য সরকার এবং দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। সোমবার তারই শুনানি হতে পারে বলেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, এই মামলায় যুক্ত হয়ে যোগ্য অথচ চাকরি হারাতে বসা শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের একাংশও সুপ্রিম কোর্টে আবেদনের প্রস্ততি নিচ্ছে। অন্যদিকে, সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্ট গত ১০ এপ্রিল যে সিবিআই তদন্তের  নির্দেশ দিয়েছে, তা চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে তার শুনানি হবে বলেই জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)