• গুগলে এই প্রথম ১০০ কোটির বিজ্ঞাপন দিয়ে চমক বিজেপির
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • নয়াদিল্লি: সার্চ ইঞ্জিন গুগল ও তাদের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে গত ছয় বছরে একশো কোটি টাকার বেশি রাজনৈতিক বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। তারাই একমাত্র দল যারা ডিজিট্যাল মাধ্যমে বিজ্ঞাপনের জন্য এত টাকা খরচ করেছে। ২০১৮ সালের ৩১ মে থেকে চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দলগুলি গুগলে কত টাকার বিজ্ঞাপন দিয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি নামে ওই রিপোর্ট অনুযায়ী, গত ছয় বছরে কংগ্রেস, ডিএমকে ও রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাক মিলিতভাবে যত টাকা ডিজিট্যাল বিজ্ঞাপনের জন্য খরচ করেছে, তা বিজেপির দেওয়া বিজ্ঞাপনের সমান। এই ছয় বছরে গুগলে মোট ৩৯০ কোটি টাকার রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর মধ্যে বিজেপি একাই  দিয়েছে প্রায় ২৬ শতাংশ বিজ্ঞাপন। ওই রিপোর্ট অনুযায়ী, এই ছয় বছরে ২ লক্ষ ১৭ হাজার ৯৯২টি ‘রাজনৈতিক বিজ্ঞাপন’-এর কনটেন্ট প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজেপিই ১ লক্ষ ৬১ হাজার কনটেন্ট গুগলে প্রকাশ করেছে। এর মধ্যে বেশিরভাগ বিজ্ঞাপন ছিল কর্ণাটকের বাসিন্দাদের জন্য (১০.৮ কোটি টাকা)। এর পরে রয়েছে উত্তরপ্রদেশ (১০.৩ কোটি টাকা), রাজস্থান (৮.৫ কোটি টাকা) ও দিল্লি (৭.৬ কোটি টাকা)। গুগলে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বিজেপির পরে রয়েছে কংগ্রেস। তবে তারা পদ্মশিবিরের থেকে অনেক পিছিয়ে। ছয় বছরে কংগ্রেস গুগলে বিজ্ঞাপনের জন্য খরচ করেছে ৪৫ কোটি টাকা। তারা ৫৯৯২টি অনলাইন বিজ্ঞাপন দিয়েছে। যা বিজেপির মাত্র ৩.৭ শতাংশ। তাদের বিজ্ঞাপনের মূল লক্ষ্য ছিল কর্ণাটক, তেলেঙ্গানা (দুই রাজ্যেই ৯.৬ কোটি টাকা) ও মধ্যপ্রদেশ (৬.৩ কোটি টাকা)। গুগলে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। তারা ২০১৮ সাল থেকে খরচ করেছে ৪২ কোটি টাকা। এর মধ্যে তাদের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা পপুলাস এমপাওয়ারমেন্ট নেটওয়ার্ক ১৬.৬ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে। তামিলনাড়ুর বাইরে কর্ণাটক ও কেরলেও যথাক্রমে ১৪ লক্ষ ও ১৩ লক্ষ টাকা খরচ করেছে তারা।

    অন্যদিকে, রিপোর্ট অনুযায়ী, আই-প্যাক পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য গুগলে ৪.৮ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে। একই সংস্থা অন্ধ্রপ্রদেশে ওয়াই এস আর কংগ্রেসের জন্য ৬.৪ কোটি টাকা খরচ করে। তবে, গুগলের রিপোর্ট বলছে, চলতি লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য গুগলের সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কংগ্রেস। তারা ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে ৫.৭ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে। দ্বিতীয় দফার জন্য বিজেপি খরচ করেছে ৫.৩ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে ওয়াই এস আর কংগ্রেস। তারা খরচ করেছে ১.৭৬ কোটি টাকা।  সব মিলিয়ে শুধুমাত্র দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মোট ১৪.৭ কোটি টাকা গুগলে বিজ্ঞাপনের জন্য খরচ করেছে রাজনৈতিক দলগুলি।  
  • Link to this news (বর্তমান)