• লোকসভায় প্রথম ভোট দিলেন রিয়াং শরণার্থীরা
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • বিশেষ সংবাদাদাতা, আগরতলা: রাজ্য বদলের পর প্রথমবার লোকসভা নির্বাচনে ভোট দিলেন রিয়াং শরণার্থীরা। শুক্রবার ধলাই জেলার আমবাসা মহকুমার হাদুকলাইয়ের ব্রুহাপাড়ার ৪০-৫০ জন ভোটার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। প্রতিবেশী মিজোরাম রাজ্যের একসময়ের বাসিন্দারা এখন ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করেন। এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোটদান প্রক্রিয়ায় অংশ নিলেন রিয়াং জনজাতির মানুষজন। ১৯৯৭ সালে মিজোরামের সংখ্যাগরিষ্ঠ মিজোদের সঙ্গে জাতি সংঘর্ষের ঘটনা ঘটে রিয়াংদের। সেই গণ্ডগোলের জেরে প্রায় ৩২ হাজার রিয়াং জনজাতির মানুষজন পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেন। ২০২০ সালে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার ও রিয়াং শরণার্থীদের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুসারে ৬ হাজার ৯৫৯টি রিয়াং পরিবারের ৩৭ হাজার ১৩৬ জনকে ত্রিপুরায় স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হয়। সেই চুক্তির পর রিয়াং শরণার্থীরা এই প্রথম লোকসভায় ভোট দিলেন। আমবাসার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সন্দীপ দেববর্মা জানান, ব্রুহাপাড়ায় মোট ১ হাজার ১৪৫ জন ভোটার রয়েছেন।
  • Link to this news (বর্তমান)