• বিজেপি প্রার্থী তেজস্বীর সম্পত্তি ৫ বছরে বেড়েছে ৩ হাজার শতাংশ
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • নয়াদিল্লি: ২০১৯ সালে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৩ লক্ষ ৪৬ হাজার। ২০২৪ সালের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লক্ষ। অর্থাৎ মাত্র ৫ বছরে বেঙ্গালুরু দক্ষিণের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী তেজস্বী সূর্যের সম্পত্তি বেড়েছে ২ হাজার ৯৮৬ শতাংশ। হলফনামায় তিনি জানিয়েছেন, মিউচুয়াল ফান্ড ও শেয়ারে বিনিয়োগ করেই সম্পত্তির পরিমাণ এতখানি বাড়িয়েছেন তিনি। অন্যদিকে, প্রথম দফায় সবচেয়ে বিত্তশালী প্রার্থী ছিলেন কমল নাথের পুত্র তথা কংগ্রেস প্রার্থী নকুল নাথ। এবারও সেই রেকর্ড রয়েছে আরও এক কংগ্রেস প্রার্থীর। তিনি কর্ণাটকের কংগ্রেস প্রার্থী ভেঙ্কটরমন গৌড়া। ‘স্টার চান্দ্রু’ নামে পরিচিত নেতার সম্পত্তির পরিমাণ ৬২২ কোটি টাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে মাণ্ড্য কেন্দ্রে লড়ছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসেরই ডি কে সুরেশ। কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই সুরেশের মোট সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকা।  বেঙ্গালুরু গ্রামীণ কেন্দ্র থেকে তৃতীয়বার প্রার্থী হয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী হেমা মালিনী। ২৭৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। সবচেয়ে দরিদ্র মহারাষ্ট্রের নান্দেদ কেন্দ্রের নির্দল প্রার্থী লক্ষ্মণ নাগোরাও পাতিল। হলফনামায় ৫০০ টাকার সম্পত্তির হিসেব দিয়েছেন তিনি। পাতিলের সামান্য আগে রয়েছেন কেরলের নির্দল প্রার্থী রাজেশ্বরী কেআর। তাঁর সম্পত্তি এক হাজার টাকা। 
  • Link to this news (বর্তমান)