• উত্তরে প্রদীপের প্রচারে গণসঙ্গীত, পাথুরিয়াঘাটায় রোড শো সুদীপের
    বর্তমান | ২৭ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণসঙ্গীত বাজিয়ে প্রচার করলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। শুক্রবার সকালে মধ্য কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডে এবং বিকেলে ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। দিনভর প্রবল গরম উপেক্ষা করে ঘোরেন। তাঁকে নিয়ে কংগ্রেস-বাম কর্মীদের ব্যাপক উৎসাহ ছিল। বিকেলে তাঁর হয়ে প্রচারে নামেন সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, বামনেত্রী রূপা বাগচী, সিপিআইয়ের কলকাতা জেলার সম্পাদক প্রবীর রায়, কংগ্রেসের উত্তর কলকাতার জেলা সভাপতি রানা রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, সম্পাদক সুমন রায় চৌধুরী প্রমুখ। অন্যদিকে এদিন পাথুরিয়াঘাটা অঞ্চলের নতুন বাজার এলাকায় রোড শো করেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা, স্থানীয় কাউন্সিলার ইলোরা সাহা সহ অন্যান্যরা। এদিন সকালে মানিকতলার সিকদার বাগান ও এন্টালির হটগাছিয়া এলাকায় জনসংযোগ যাত্রা করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। বিকেলে মানিকতলার খান্না, নন্দন বাগান এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। জোড়াসাঁকো এলাকার গিরিশ পার্কের হরিয়ানা ভবনে তাপসবাবুর জনসংযোগ কর্মসূচি ছিল।

    পাশাপাশি, বেহালার ১২৭ নম্বর ওয়ার্ডের সতীন সেন পার্ক অঞ্চলে জনসংযোগ করেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। সরশুনা বাস স্ট্যান্ড থেকে শুরু হয় তাঁর প্রচার। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম কলকাতার ১২১ নম্বর ওয়ার্ডে এদিন সকালে প্রচার করেন। বাড়ি বাড়ি জনসংযোগ করেন। বিকেল পাঁচটা নাগাদ তিনি যান ৭৯ নম্বর ওয়ার্ডে। খিদিরপুর ট্রাম ডিপো থেকে শুরু করেন প্রচার। সায়রা বলেন, আমরা নীতির কথা বলছি। বেকারত্ব, শ্রমিকদের উন্নতি, গরিবদের জন্য কথা বলতে এসেছি। অন্যদিকে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী প্রচার করেন রবীন্দ্র সদন চত্বরের চৌরঙ্গী নাথের সমাধি মন্দির থেকে। দিন কয়েক আগেই এই মন্দিরটিকে হেরিটেজ ঘোষণার দাবি তুলেছিলেন তিনি। সন্ধ্যায় যোগ দেন বন্দর বিধানসভা এলাকায় মহিলা সম্মেলনে।
  • Link to this news (বর্তমান)